নিজস্ব সংবাদদাতা: ২৩ জানুয়ারি সকালে হঠাৎই কালো অন্ধকারে ছেয়ে গেল 'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'-এর সমাজমাধ্যমের পেজ। প্রোফাইল পিকচার বদল হওয়ার পাশাপাশি দেখা গেল হিজিবিজি লেখা। তবে তার মাঝে একটি লেখা স্পষ্ট, বলা ভাল একটি শব্দ। ইংরেজিতে লেখা 'ভূত'।
সকাল সকাল এমন কাণ্ডে অবাক সকলেই। এই প্রযোজনা সংস্থারর সঙ্গে যুক্ত সদস্যরা সামাজমাধ্যমে জানিয়েছেন, এই পেজ হ্যাকড হয়েছে, খুব শীঘ্রই তা ঠিক করার চেষ্টা চলছে। কিন্তু এক্ষেত্রে উঠছে নানা প্রশ্ন, সত্যিই কি হ্যাকড হয়েছে, নাকি ২৩ জানুয়ারি সকালে এই পদ্ধতির মাধ্যমে প্রযোজনা সংস্থার নতুন ছবির ইঙ্গিত দেওয়া হল?
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে জিনিয়া সেন এবং প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এছাড়াও সব লেখার মাঝে মোটা হরফে স্পষ্ট করে লেখা 'ভূত' শব্দটি সকলের মনেই আনছে নানা প্রশ্ন। কিছুদিনের মধ্যেই 'উইন্ডোজ'-এর 'আমার বস' ছবির প্রচার শুরু হবে। পুজোয় মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২'। প্রথমবার কি তবে এই প্রযোজনা সংস্থা ভৌতিক ছবি তৈরি করতে চলেছেন?
সূত্রের খবর, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় মিমি ও সোহমকে নিয়ে আসছে প্রযোজনা সংস্থার ভৌতিক ছবি।ছবির নাম ভানুপ্রিয়া ভাতের হোটেল। চিত্রনাট্য ও সংলাপ জিনিয়া সেন ও গোধূলি শর্মার। ২০২৫-এর বড়দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।
