নিজস্ব সংবাদদাতা: বাবা স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে টলিউডে প্রথম কাজ শুরু করলেন ছেলে রূপস্নাত চক্রবর্তী। 'ব্লুজ প্রযোজনা সংস্থা'র নতুন ধারাবাহিক 'শোলক সারি'র জন্য গান লিখলেন তিনি। আইএসসি পরীক্ষার আগে পড়াশোনার পাশাপাশি লেখায় দক্ষতা বোঝালেন রূপস্নাত। ছেলের কৃতিত্বে গর্বিত মা রূপসা চক্রবর্তী।
রূপস্নাতর কথায়, "বাবার কিছুতেই পছন্দ হচ্ছিল না গানের কথা। যতবার না বলেছেন, ততবার নতুন করে লিখেছি। বাবা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আমিও ভেবেছিলাম বাবাকে লেখা পছন্দ করিয়েই ছাড়ব। অবশেষে বাবার গান পছন্দ হয়।" ইতিমধ্যেই ১২-১৩টা গান লিখে ফেলেছেন রূপস্নাত।
মা রূপসা চক্রবর্তীর কথায়, "ও হাল ছাড়েনি, ঠিক লেখা চালিয়ে গিয়েছে। কাজের ক্ষেত্রে স্নেহাশীষ কখনওই কম্প্রোমাইজ করেন না। ছেলেও ঠিক সেরকম। আমি চাই পরীক্ষার শেষে পড়াশোনার পাশাপাশি ও বাবার সঙ্গে কাজ শুরু করুক। পড়াশোনা করতে করতেই কাজ শিখুক।" বাবার মতোই ছোট থেকেই লেখালেখির শখ রূপস্নাতর। এই কাজে কখনওই তাঁকে বাধা দেননি মা বাবা। বরং পড়াশোনা এবং কাজ একসঙ্গে করুক রূপস্নাত- এটাই চান স্নেহাশীষ-রূপসা। প্রসঙ্গত, স্নেহাশীষ চক্রবর্তী নিজেও গান লিখেছেন বহু ধারাবাহিকের। এবার সেই পথেই হাঁটলেন ছেলে রূপস্নাত।
