নিজস্ব সংবাদদাতা: ১৪৪ বছর পর মহাকুম্ভ, তাও আবার প্রয়াগরাজে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি তারকারা। তাই বলিউড থেকে টলিউডের তারকাদের দেখা গিয়েছে কুম্ভ স্নানে। এবার এই তালিকায় যোগ হল গায়িকা ইমন চক্রবর্তীর নাম।
স্বামী নীলাঞ্জনের সঙ্গে কুম্ভ মেলায় গান শোনাতে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন গায়িকা। বৃহস্পতিবার মহাকুম্ভের অনুষ্ঠানে গাইলেন ইমন চক্রবর্তী। তার প্রাক্কালেই বুধবার রাতে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুবও দিয়ে এলেন।
 
 সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎও রয়েছেন সেখানে। প্রয়াগরাজে পৌঁছেই সমাজমাধ্যমে তাঁদের সঙ্গে ছবি ভাগ করেছিলেন গায়িকা। উৎসবের একেবারে অন্তিম লগ্নে বাংলার সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতে প্রয়াগরাজ যেন একটুকরো বাংলা। প্রায় এক মাস আগে থেকে মহাকুম্ভে গান গাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন ইমন চক্রবর্তী। এবার অনুরাগীদের সেই স্বপ্নপূরণের সাক্ষী করতে সমাজমাধ্যমে লাইভে সবটা তুলে ধরেছেন তিনি। প্রয়াগরাজের অনুষ্ঠানে শাড়িতেই দেখা গেল ইমনকে। শুরুতেই ইমনের কণ্ঠে 'আইগিরি নন্দিনী' দর্শকের মন ভোলালো।
