নিজস্ব সংবাদদাতা: সিনেমা হলে রমরমিয়ে চলছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার সত্যের সন্ধানে বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু পাড়ি দিয়েছেন। এবারের গন্তব্য বেনারস। শান্ত বেনারসের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে রহস্যের জাল। একেনবাবুকে আবারও চেনা ছকে রহস্য উন্মোচন করতে দেখে দারুণ খুশি অনুরাগীরা।
 
 এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় একেনবাবু। অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ ছাড়াও এবাবের সংযোজন টলিউডের বহু তারকা। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসুও রয়েছেন। 
তৃতীয়বারেও ছবির টাইটেল সং-এ সিদ্ধার্থ রায় ওরফে সিধুর কণ্ঠ। কিন্তু ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে প্রিমিয়ারে দেখা নেই গায়কের! কেন? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে খানিক তাচ্ছিল্যের হাসি হেসে তাঁর জবাব, "না ডাকলে কী করব? এমনি চলে যাওয়া যায় নাকি?"
কিন্তু কেন আমন্ত্রণ পাননি তিনি? কোনও বিবাদ? সিধুর কথায়, "কোনও মনোমালিন্য হয়নি। জয়দীপের সঙ্গে আলাপ আছে। ওঁকে ভাল মানুষ বলেই জানতাম। এক্ষেত্রে আমায় কেন ডাকা হয়নি গোটা ছবির প্রোমোশন জুড়ে, তার সঠিক কারণ নিজেই জানি না। একজন শিল্পীর প্রতি সৌজন্যবোধ দেখানো উচিৎ বলে মনে হয়। এই ঘটনায় মনে মনে বড্ড অভিমান জমে আছে।"
 
 পরিচালক কি সত্যিই বুঝতে পারেননি গায়কের অনুপস্থিতি? জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সত্যিই বুঝতে পারিনি কেন সিধুকে ডাকা হয়নি। ওঁর সঙ্গে দেখা হলে অনেক কথা হয় ঠিকই। তবে তেমন যোগাযোগ নেই, তাই নিজে থেকে ওঁকে আমন্ত্রণ জানানোর সুযোগ হয়নি। প্রচার টিমের সঙ্গে কথা বলব এই বিষয়ে। এই ঘটনায় আমি খুবই দুঃখিত।"
