সংবাদসংস্থা মুম্বই: জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর চলতি বছরের মার্চ মাসে তাঁদের ছোটছেলে শুভদীপের জন্মের খবর ভাগ করে নেন বলকৌর এবং চরণ। চিকিৎসকদের যত্ন এবং তৎপরতায় দ্বিতীয় সন্তানের জন্ম দেন সিধুর মা। তখন থেকেই অনুরাগীদের মন্তব্য ভাসছে নেটপাড়ায় যে এবার মায়ের কোলে ফিরে এসেছেন প্রয়াত গায়ক।  


বৃহস্পতিবার সিধু মুসেওয়ালার বাবা-মা সোশ্যাল মিডিয়ায় তাঁদের দ্বিতীয় সন্তান শুভদীপ সিং সিধুর প্রথম ছবি ভাগ করে নিয়েছেন। ছেলের ছবি ভাগ করে তাঁরা পঞ্জাবি ভাষায় একটি ক্যাপশনও লিখেছিলেন, যেখানে তাঁরা শুভদীপকে সন্তান হিসাবে পাওয়ার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তাঁরা লেখেন, "ঈশ্বরের অসীম করুণা, এক ছেলেকে কেড়ে নিয়ে আরও এক ছেলেকে আমাদের কোলে পাঠিয়েছেন। সেই চোখ, সেই মুখ, সেই হাসি। মনে হচ্ছে, যেন সিধুই আবার ফিরে এসেছে আমাদের কাছে। আপনারা আমাদের দ্বিতীয় সন্তানকে আশীর্বাদ করুন।"


ওই পোস্টে বাবা-মার কোলে গোলাপি পাগড়ি পরে বসে থাকতে দেখা যায় ছোট্ট শুভদীপকে। একরত্তি যেন সত্যিই দাদা সিধুর মতোই দেখতে। প্রয়াত গায়কের ছোটভাইয়ের সঙ্গে এতটা মিল থাকায় একপ্রকার চমকে গিয়েছেন অনুরাগীরা।


ছোট্ট শুভদীপের ছবি প্রকাশ্যে আসতেই দারুন খুশি সিধুর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সিধুর অনুরাগীদের মন্তব্যে। কেউ লিখেছেন, 'সিধু ইজ ব্যাক', কেউ আবার লেখেন, 'পুরো সিধু মুসেওয়লার মতোই তো দেখতে হয়েছে ওঁর ছোট ভাই।'