সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
হবু বউমা সুহানার প্রশংসায় শ্বেতা!
ইন্ড্রাস্টিতে কান পাতলেই এখন অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন। আর এবার সুহানা খানের ইনস্টাগ্রাম পেজ দেখে অবাক হয়েছে গোটা নেটদুনিয়া। অভিনেত্রী সম্প্রতি তাঁর কিছু দারুণ কিছু ছবি ভাগ করেছেন। আর সুহানার সেই ছবি প্রকাশ্যে আসতেই শ্বেতা বচ্চন থেকে তাঁর মেয়ে নভ্যা নভেলি নন্দা তাঁকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন। আর তা ফের উস্কে দিয়েছে অগস্ত্য-সুহানার প্রেমের গুঞ্জন।
হিন্দি ছবিতে 'ভাইরাল' মোনালিসা
কুম্ভমেলায় সকলের নজর কেড়েছিলেন মধ্যপ্রদেশের খারগোনে জেলার মেয়ে মোনালিসা। জানা গিয়েছে, মোনালিসা এবারে হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। 'দ্য ডায়েরি অফ মণিপুর' নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন ভাইরাল মোনালিসা, এমনটাই জানা গিয়েছে। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক সনোজ মিশ্র। এর আগে 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবিটিও পরিচালনা করেছেন তিনি। মোনালিসার বাড়িতে গিয়ে এই ছবির প্রস্তাব দিয়েছেন এবং সমাজমাধ্যমে তা ভাগ করেছেন তিনি।
ইরফানের সঙ্গে অভিনয়ে 'না' প্রীতি জিন্টার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ জানান, 'ইশকিয়া' ছবিতে নায়িকার চরিত্রে বিদ্যা বালান নন, প্রথম পছন্দ ছিলেন প্রীতি জিন্টা। কিন্তু তাঁর বিপরীতে প্রয়াত অভিনেতা ইরফান খান থাকায় এই ছবির প্রস্তাব নাকচ করেন অভিনেত্রী। সেই চরিত্র বিদ্যার কাছে যেতেই লুফে নিয়েছিলেন অভিনেত্রী।
