ফের ফিরেছে ‘মির্জাপুর’-এর অন্ধকার জগত। ‘মির্জাপুর’ নিয়ে দর্শকের আগ্রহ কিংবা উত্তেজনার কোনওটারই কমতি নেই। প্রথম সিজন থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ওটিটি সিরিজ। 'মির্জাপুর'প্রেমীদের জন্য সোমবার দুপুরে এল দারুণ সুখবর। ওটিটিতে নয়, এবার ‘মির্জাপুর’ আসছে বড়পর্দায়! টাটকা নতুন গল্প নিয়ে। ছবির  নাম মির্জাপুর: দ্য ফিল্ম। মুখ্যচরিত্রে রয়েছেন কারা? কেন ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু পন্ডিত’ এবং ‘মুন্না ভাইয়া’। অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু! ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবির মাধ্যমেই অনুরাগীদের প্রিয় কালীন ভাইয়া ও গুড্ডুর মুখোমুখি সপাট লড়াই এবার সরাসরি সিনেমার পর্দায় উঠে আসবে।


সম্প্রতি বারাণসীতে শুটিং শুরু হয়েছে এই ছবির। শুটিংয়ে ফিরে এসেছেন অঞ্জুম শর্মা, যাকে ভক্তরা ভালবেসে ডাকেন ‘শরদ শুক্লা’ বা “লাস্ট কিং অফ মির্জাপুর।” সোশ্যাল মিডিয়ায় শুটিং-এর ছবি পোস্ট করে তিনি লিখেছেন —“সবাই জিজ্ঞাসা করছিলেন, ভাইয়া আপনি কবে ফিরবেন... তো এই নিন, আমরা চলে এসেছি বারাণসীতে।”

 

 

মির্জাপুর -এর প্রথম সিজনে ছোট্ট উপস্থিতি হলেও পরবর্তী সিজনগুলোতে অঞ্জুম হয়ে ওঠেন পূর্ব অঞ্চলের ক্ষমতা দখলের খেলায় এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে সিজন ৩-এর ফাইনালে তাঁর চরিত্রের ভাগ্য নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

তবে মজা শুরু হয় এরপরেই। রামনগর ফোর্ট এবং বারাণসীর রাস্তায় ফাঁস হওয়া কিছু ভিডিও দেখে অনুরাগীরা এককথায় উন্মাদ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায় কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি) ও গুড্ডু পণ্ডিত (আলি ফজল)-কে, সম্ভবত ছবির এক ক্লাইম্যাক্স সিকোয়েন্সে। দুই প্রিয় প্রতিদ্বন্দ্বীর পুনর্মিলন এবং লড়াই ভক্তদের মধ্যে দাবানলে মতো উত্তেজনা ছড়াচ্ছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kartik Sharma ???????? (@kartik__rock__)