গত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কে জড়িয়ে শিরোনামে শিল্পা শেট্টি কুন্দ্রা। তাঁর বাস্তিয়ান রেস্তরাঁয় আইটি হানা থেকে শুরু করে অর্থ পাচার সংক্রান্ত মামলার অভিযোগ, সব মিলিয়ে নানা কারণে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী। এই পরিস্থিতির মধ্যেই মুম্বইয়ে নতুন রেস্তোরাঁ খোলার ঘোষণা করলেন শিল্পা। উল্লেখযোগ্য বিষয় হল, যে জায়গায় নতুন রেস্তোরাঁটি চালু হচ্ছে, সেখানে কিছু মাস আগেও বাস্তিয়ান ছিল পরিচিত ঠিকানা।
একটি ভিডিও বার্তায় শিল্পা বলেন, “এই অপেক্ষা সার্থক হতে চলেছে। এটা আমার শিকড়ের প্রতি শ্রদ্ধা। এমন কিছু কমফর্ট ফুড আসতে চলেছে, যা বাড়ির কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি বাস্তিয়ানের জনপ্রিয় কিছু খাবারও এখানে পাওয়া যাবে।”
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘দরজা খুলতে প্রস্তুত, রান্নাঘর ব্যস্ত, আর আম্মা অফিসিয়ালি ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। হ্যাঁ, আমরা প্রস্তুত। ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত আমরা খোলা আছি। সরাসরি চলে আসুন, কোনও রিজার্ভেশন নয়।’
এর আগে, শিল্পা শেট্টির অভিজাত রেস্তরাঁয় নির্ধারিত সময়ের পরেও কাজ চালানো এবং গভীর রাতে পার্টির আয়োজনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বুধবার পুলিশ জানিয়েছে, নিয়ম ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে।
এফআইআর অনুযায়ী, ১১ ডিসেম্বর পুলিশের এক আধিকারিক বিশেষ টহল চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে রেস্তরাঁটি পরিদর্শন করেন। পরে অভিযোগের ভিত্তিতে ১৪ ডিসেম্বর কাব্বন পার্ক থানায় কর্ণাটক পুলিশ রেস্তোরাঁর ম্যানেজার ও কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিল্পা এক পোস্টে লেখেন, ‘আমরা দৃঢ়ভাবে এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ অস্বীকার করছি। কোনও আইনসম্মত ভিত্তি ছাড়াই বিষয়টিকে অপরাধমূলক রূপ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে মাননীয় হাই কোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং তা বিচারাধীন।’
এছাড়াও, শিল্পা ও তাঁর স্বামী ৬০ কোটি টাকার প্রতারণা সংক্রান্ত একটি মামলাতেও শিরোনামে রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মামলার তদন্তে যুক্ত পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তারকা-দম্পতির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে।
সব মিলিয়ে বিতর্কের আবহেই নতুন উদ্যোগের পথে শিল্পা। তাঁর নতুন রেস্তরাঁ ঘিরে কৌতূহল যেমন তৈরি হয়েছে, তেমনই আইনি জটিলতার দিকেও নজর রাখছে সকলেই। তবে বিতর্ক তাঁর জীবনে নতুন নয়। তাই সব কিছুর মাঝেই নিজের ছন্দে এগিয়ে চলেছে তিনি।
