নিজস্ব সংবাদদাতা: পারথ টেস্টে চালকের আসনে ভারতীয় ক্রিকেট দল। যা পরিস্থিতি তাতে রোহিত শর্মাকে ছাড়াই দল জিততে চলেছে। অস্ট্রেলিয়াকে একাই বলতে গেলে হারিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির শতরানে ভারতীয় দল পাহাড়প্রমাণ ৫০০ রানেরও বেশি লিড নেয়। একপ্রকার জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া, তা বলা যায়। টিম ইন্ডিয়ার পাশাপাশি  নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ও কিন্তু জমিয়ে ‘ব্যাটিং’ করছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে! 

 

বাংলায় দর্শক হৃদয় লুঠ করেছে ‘বহুরূপী’। বাংলা-বিজয়ের পর সে পাড়ি দিয়েছিল ভারতের নানা প্রান্তে। শিবপ্রসাদ-নন্দিতার এই অশ্বমেধের ঘোড়া-সম-ছবিটি পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও। সেখানেও তাঁর ছোটার গতি কমেনি। সোজা কথায়, অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নের ‘বহুরূপী’র পরপর দু’টি শো হাউজফুল। নিউজিল্যান্ডেও ছবিটা পাল্টায়নি। 

 

‘বহুরূপী’র আকর্ষণ কিন্তু কমেনি। শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর খবর অনুযায়ী, ছবিটি সর্বভারতীয় স্তরে ১৫ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার। যা বাংলা সিনেমার ইতিহাসে গত দশ বছরে মুক্তি পাওয়া সমস্ত ছবির আয়ের থেকে বেশি। এর আগে ‘উইন্ডোজ’-এর তরফে সর্বোচ্চ স্ক্রিনিং হওয়া ছবির নজির গড়েছিল ‘বেলাশেষে’।

 

প্রসঙ্গত, ‘বহুরূপী’র রঙে রাঙাচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিও। গল্পে দুই জুটির রোম্যান্স হার মানাবে সবকিছু। সেইসঙ্গে রয়েছে টানটান রহস্য। এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি।