নিজস্ব সংবাদদাতা: প্রেম দিবসে নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে 'বুম্বাদা'র স্টাইলে প্রেমিকার দিকে ছুটে আসার ভিডিও ভাগ করেন তিনি। সেই সঙ্গে চুমু এঁকে দেন প্রেমিকার গালে। 

 

আসলে শিবপ্রসাদের ভাগ করে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটি করছেন তিনি। অভিনেত্রীর এক গালে চুম্বন করতেই অন্য গাল বাড়িয়ে দেন তিনি। ভিডিওর ক্যাপশনে শিবপ্রসাদ লেখেন, 'আসুন আমার ভ্যালেন্টাইনের সঙ্গে আলাপ করিয়ে দিই।' 'প্রাক্তন'-এর সময় থেকে শিবপ্রসাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে সাবিত্রী চট্টোপাধ্যায়ের। 

 

এই মুহূর্তে 'আমার বস'-এর প্রচারে ব্যস্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতেই বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে ফের কাজ করতে চলেছেন তিনি। শুটিংয়ের ফাঁকে চলা মজার মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সাবিত্রীর আদরের 'শিবু'। পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে এই ছবির মাধ্যমে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ১৬ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।