সংবাদ সংস্থা মুম্বই: ‘কাঁটা লাগা’ গানে চোখ ধাঁধানো উপস্থিতি, আবার ‘বিগ বস ১৩’-এ বাজিমাৎ  করা মনের জোর— সেই শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে, আচমকাই থেমে গেল এক উজ্জ্বল, দৃঢ়চেতা তারকার পথচলা।

 

সূত্র অনুযায়ী, ২৭ জুন, ২০২৫, আচমকাই রক্তচাপ মারাত্মক কমে যাওয়ার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালির। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ঘণ্টা কয়েক আগেও শেফালি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। এই আকস্মিক ঘটনা তাই সবাইকে হতবাক করেছে। শিল্পীর মৃত্যুর নেপথ্যে কি রয়েছে  অ্যান্টি-এজিং ট্রিটমেন্টের প্রভাব? উঠেছে এ প্রশ্নও।  শেফালির দীর্ঘদিনের চিকিৎসক জানিয়েছেন— তিনি গত ৬-৭ বছর ধরে নিয়মিত ভিটামিন সি ড্রিপ, অ্যান্টি-এজিং থেরাপি-র মধ্যে ছিলেন। বন্ধু পূজা ঘোষের কথায়, “সেলিব্রিটি দুনিয়ায় এটা খুব স্বাভাবিক, কিন্তু শরীর কতটা নিতে পারে তা বোঝা যায় না।” এই সমস্ত ওষুধের প্রভাব ও মানসিক চাপের মিলিত প্রভাবই কি শেফালি তাঁর মৃত্যু ডেকে আনল? তথ্য স্পষ্ট নয়, তবে প্রশ্ন উঠছে প্রবলভাবে।


সম্প্রতি শোনা যাচ্ছে, শেফালিকে নেওয়া হয়েছিল করণ জোহরের নতুন শো ‘দ্য ট্রেটরস’-এ। এই আন্তর্জাতিক সাইকোলজিক্যাল রিয়্যালিটি শো-এর ২০জন সেলেব প্রতিযোগীর একজন ছিলেন তিনি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে নেওয়া হয় এলনাজ নোরুজিকে, যা দর্শকের কাছে  যথেষ্ট অবাকের বিষয়।

 

স্বামী পরাগ ত্যাগী যখন জুহু বিচে শেফালির অস্থি বিসর্জন দেন, সেই দৃশ্য দেখে চোখের জলে ভিজে ওঠে অনুরাগীদের মন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরাগ তাঁর স্ত্রীর অস্থি নিজের বুকের কাছে জড়িয়ে ধরেছেন—ভেঙে পড়া মুখ, নিস্তব্ধ শোক। এই দৃশ্য দেখে কেউ লিখেছেন—“এক জোড়া ভালবাসার মানুষের এমন বিচ্ছেদ দেখলে বোঝা যায়, জীবন কতটা হঠাৎ বদলে যেতে পারে।”

 

হয়তো শেফালির হাসি মুখের পিছনে লুকিয়ে ছিল এক ক্লান্তি, যা কেউই বুঝতেই পারেননি।  তাঁর অনুরাগীদের কাছে, শেফালি জারিওয়ালা  ছিলেন ‘আত্মবিশ্বাসের প্রতীক’, কিন্তু নীরব অভ্যন্তরীণ যুদ্ধ ছিল তাঁর নিজের সঙ্গে। নেটপাড়ার বাসিন্দাদের মধ্যে অনেকে লিখেছেন, এই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়—পর্দার অন্যদিকে তারকারাও মানুষ  স্বাস্থ্য কখনও কখনও আড়ালেই ভেঙে পড়ে এবং ভাল থাকাটা কখনও কখনও অভিনয় হয়।