সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

শেফালির মৃত্যুর আসল কারণ 

 

মৃত্যুর দু’দিনের মধ্যে শেফালি জারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। তার আগে প্রাথমিক তদন্তের পর প্রশাসনের অনুমান, সম্ভবত রক্তচাপের ওঠানামার কারণে আকস্মিক মৃত্যু অভিনেত্রীর। শেফালির রক্তচাপ নাকি অনেকটাই কমে গিয়েছিল। তার ফলে হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর।

 

 

'সর্দারজি ৩'-এর গড় আয়

 

পাক তারকাদের নিয়ে ছবি তৈরি করায় দিলজিৎ দোসাঞ্জের উপর বেজায় চটেছেন দেশবাসী। এমনকী তাঁকে 'দেশদ্রোহী'র তকমাও দেওয়া হয়েছে। ভারতে নিষিদ্ধ দিলজিৎ-এর 'সর্দারজি ৩'। তবুও পাকিস্তানে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও মুক্তি পেয়েছে আরও অন্যান্য দেশে। সারা পৃথিবী জুড়ে মুক্তি পেলেও এখনও পর্যন্ত এই ছবির গড় আয় ১১কোটি। 

 

 

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অভিষেক 

 

 

সম্প্রতি হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্ণ করলেন অভিষেক। ঐশ্বর্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতা বলেন,‘‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনও সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবনের সঙ্গে যাঁরা জুড়ে নেই, তাঁদেরকে উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’’