নিজস্ব সংবাদদাতা: একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার খবর, শুরুর ছ'মাসের মধ্যে বন্ধ হল আকাশ আটের 'স্বয়ংসিদ্ধা '। মনিলাল বন্দ্যোপাধ্যায় এর কাহিনী অবলম্বনে, অনিন্দ্য সরকারের পরিচালনায় এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় বিশ্ববসু বিশ্বাস এবং অশ্নি দাসকে। ধারাবাহিক শেষে নিজের অভিনীত 'গোবিন্দ' চরিত্রর জন্য আবেগপ্রবণ বিশ্ববসু।
ধারাবাহিকের শুরু থেকেই অভিনেতা জানিয়েছিলেন, 'গোবিন্দ' সবসময়ই তাঁর মনের খুব কাছের একটি চরিত্র হয়ে থেকে যাবে। যেহেতু আর পাঁচ জনের মত স্বাভাবিক নয় 'গোবিন্দ', তাই সেই সারল্য, অস্বাভাবিকত্ব চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা বেশ উপভোগ করছিলেন বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় 'গোবিন্দ'র চরিত্রের কয়েকটি ছবি ভাগ করে তিনি লিখেছেন, "অনেকেই বলেন টেলিভিশনের অভিনয়ে কিছু করার থাকে না। সেখানে চরিত্ররা মূলত একমাত্রিক, সহজ। হয়তো আমি সেই সৌভাগ্যবান অভিনেতাদের একজন যার কাছে টেলিভিশিন একাধিকবার কঠিন, বহুমাত্রিক, চ্যালেঞ্জিং চরিত্রের উপহার নিয়ে এসেছে। তেমনই এক চরিত্রের সঙ্গে এক দীর্ঘ যাত্রাপথ শেষ হল। আকাশ আট-এর ধারাবাহিক 'স্বয়ংসিদ্ধা'-র 'গোবিন্দ নারায়ণ চট্টোপাধ্যায়' আট মাসের এক আশ্চর্য রোলার কোস্টার জার্নিতে ইতি টানলাম।"
পাশাপাশি যাঁরা তাঁকে 'গোবিন্দ' হয়ে উঠতে সাহায্য করেছেন তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
ধারাবাহিকের শুরু থেকেই অভিনেতা জানিয়েছিলেন, 'গোবিন্দ' সবসময়ই তাঁর মনের খুব কাছের একটি চরিত্র হয়ে থেকে যাবে। যেহেতু আর পাঁচ জনের মত স্বাভাবিক নয় 'গোবিন্দ', তাই সেই সারল্য, অস্বাভাবিকত্ব চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা বেশ উপভোগ করছিলেন বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় 'গোবিন্দ'র চরিত্রের কয়েকটি ছবি ভাগ করে তিনি লিখেছেন, "অনেকেই বলেন টেলিভিশনের অভিনয়ে কিছু করার থাকে না। সেখানে চরিত্ররা মূলত একমাত্রিক, সহজ। হয়তো আমি সেই সৌভাগ্যবান অভিনেতাদের একজন যার কাছে টেলিভিশিন একাধিকবার কঠিন, বহুমাত্রিক, চ্যালেঞ্জিং চরিত্রের উপহার নিয়ে এসেছে। তেমনই এক চরিত্রের সঙ্গে এক দীর্ঘ যাত্রাপথ শেষ হল। আকাশ আট-এর ধারাবাহিক 'স্বয়ংসিদ্ধা'-র 'গোবিন্দ নারায়ণ চট্টোপাধ্যায়' আট মাসের এক আশ্চর্য রোলার কোস্টার জার্নিতে ইতি টানলাম।"
পাশাপাশি যাঁরা তাঁকে 'গোবিন্দ' হয়ে উঠতে সাহায্য করেছেন তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
