'সুলতান' ছবিখ্যাত পরিচালক আলি আব্বাস জাফরের নতুন রোমান্টিক অ্যাকশন ছবিতে আহান পাণ্ডের বিপরীতে শর্বরী ওয়াঘ! ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালকের হাতে কতটা রসায়ন জমাতে পারবে এই জুটি?
বলিউডে তৈরি হচ্ছে একদম নতুন জেনারেশনের রোম্যান্স-অ্যাকশন এন্টারটেইনার! এক সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে, পরিচালক আলি আব্বাস জাফর তাঁর পরবর্তী অঘোষিত ছবিতে আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘকে জুটি হিসেবে বাছাই করেছেন। ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
সূত্রের খবর, 'সইয়ারা' বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। আহান পাণ্ডে এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় জেন জি অভিনেতা। শর্বরী-ও ‘মুঞ্জ্যা’ ছবির দৌলতে ১০০ কোটি টাকার ক্লাবের সাফল্যের নায়িকা।
সূত্র আরও জানিয়েছে, এই দু’জনেই প্রমাণ করেছেন যে নিখাদ অভিনয়শক্তিই দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনতে পারে। তাই আলি আব্বাস জাফরের মতো বড় পরিচালকরা এখন তরুণ তারকাদের নিয়ে বড় বাজেটের রোমান্স-অ্যাকশন বানাতে আগ্রহী।
আলি নিজেও নাকি এই প্রজেক্ট নিয়ে দারুণ উত্তেজিত। পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, এটা একেবারে নতুন ও তরতাজা একটা উদ্যোগ। আলি এমন এক ভালবাসার গল্প তৈরি করতে চান যেখানে আবেগও থাকবে, আবার অ্যাকশনও থাকবে। তাঁর হাতে এখন এমন দুই অভিনেতা আছেন, যারা পর্দায় একসঙ্গে দুর্দান্ত লাগবে।
এই ছবিটি আলি আব্বাস জাফর ও আদিত্য চোপড়ার পঞ্চম যৌথ প্রজেক্ট—এর আগে তাঁরা একসঙ্গে বানিয়েছেন 'মেরে ব্রাদার কী দুলহন', 'গুণ্ডে', 'সুলতান' ও 'টাইগার জিন্দা হ্যায়'।
অন্যদিকে, সূত্র বলছে, ‘সইয়ারা’-র বিপুল সাফল্য বলিউডের চিন্তাভাবনাই বদলে দিয়েছে। এতদিন মনে করা হত জেন জি দর্শকরা নাকি প্রেক্ষাগৃহে যান না। কিন্তু আহান পাণ্ডে ও আনিত পাড্ডার জুটির সেই ছবিই প্রমাণ করেছে ঠিক উলটোটা—তরুণ প্রজন্মও প্রেক্ষাগৃহে ফিরতে তৈরি, যদি গল্প তাঁদের ভাষায় বলা হয়।
এক সূত্রের মতে, কে ভেবেছিল ‘সইয়ারা’ হবে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয় করা অন্যতম প্রেমের ছবি! এখন আহান, শর্বরী ও আনিতের মতো তরুণ তারকাদের ঘিরে এক নতুন বলিউড গড়ে উঠছে।
আরও শোনা যাচ্ছে, আলি এবারে এমন এক জুটি তৈরি করছেন—যাদের রসায়ন, লুক ও পর্দায় উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়াবে বহুগুণে। সেই সূত্রের কথায়, “আহান ও শর্বরী—এই জুটিকে কেউ এখনো একসঙ্গে কোনও ছবি বা ভিডিওতে দেখেননি। ফলে কৌতূহল আরও বাড়বে। আর আলি আব্বাস জাফরের গল্পে তাঁদের চরিত্র নিশ্চয়ই রোমাঞ্চকর হতে চলেছে।”
