বলিউডে আসতে চলেছে নতুন এক জুটি—শানায়া কাপুর ও আদর্শ গৌরব। পরিচালক বিজয় নাম্বিয়ারের পরবর্তী ছবি ‘তু ইয়া ম্যায়’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে। এটি একটি সারভাইভাল রোমান্টিক ঘরানার ছবি। যেখানে ভালবাসা ও বেঁচে থাকার লড়াই একসঙ্গে ধরা পড়বে রূপালি পর্দায়। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার।
‘তু ইয়া ম্যায়’ ছবির চিত্রনাট্য ঘোরাফেরা করে এমন এক জুটির চারপাশে, যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সম্পর্ক ও জীবনের গভীর মানে আবিষ্কার করে। পরিচালক বিজয় নাম্বিয়ার এর আগেও ‘শায়তান’, ‘ডেভিড’ ও ‘কারওয়া’র মতো ব্যতিক্রমী গল্প দর্শককে উপহার দিয়েছেন। এবার তিনি এই সিনেমার মাধ্যমে দর্শকদের এক আবেগঘন, উত্তেজনাপূর্ণ সফরে নিয়ে যেতে চলেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Bhanushali Studios Limited (@bsl_films)
ছবিটি প্রযোজনা করছে উইনস্টন গোমস, কেভিন ভাজ ও বিজয় নাম্বিয়ার নিজে। জানা গেছে, শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শানায়া কাপুর এই ছবির মাধ্যমে অভিনয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, আর আদর্শ গৌরব, যিনি ইতিমধ্যেই ‘দ্য হোয়াইট টাইগার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, এবার এক নতুন রোমান্টিক অথচ চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দেবেন।
টিজারের প্রথম ঝলকে বোঝাই যাচ্ছে, ‘তু ইয়া ম্যায়’ হতে চলেছে এক অন্যরকম প্রেমকাহিনি। যেখানে ভালবাসা আর বাঁচার লড়াই হাত ধরাধরি করে চলবে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
প্রসঙ্গত, ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন শানায়া কাপুর। নিজের কেরিয়ারের এটাই প্রথম ছবি শানায়ার। তাঁর বিপরীতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ছবিতে এক দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করেছেন। গল্পে তাঁদের চরিত্রের নাম 'সাবা' ও 'অভিনব'। পরিচালনায় সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।
ছবির ট্রেলার দেখার পরই আবেগে রীতিমতো চোখে ছলছল করে উঠেছিল শানায়ার বাবা অর্থাৎ অভিনেতা সঞ্জয় কাপুরের। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই মুহুর্ত। মেয়ের প্রথম ছবি নিয়ে বলতে গিয়ে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি বিগত তিরিশ বছর ধরে কাজ করছি অথচ এতটা নার্ভাস আমি কখনও হইনি। আজ আমি খুবই নার্ভাস। খুব চেষ্টা করে চোখের জল সামলে নিয়েছি।" ছবির ট্রেলার লঞ্চের মঞ্চে সঞ্জয় কাপুর নতুন ছবির জন্য অভিনন্দন জানিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। বড়পর্দায় এই ভালবাসার গল্প পৌঁছেছে ১১ জুলাই। দর্শক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।
এই সময় যখন বহু তারকা যখন অনলাইন-ঘৃণা, ট্রলিং এড়িয়ে চলার পক্ষপাতী, সেখানে শানায়ার এই বিপরীত দৃষ্টিভঙ্গি সত্যিই আলাদা। নিজের চেহারা, পোশাক, এমনকী শরীর নিয়েও যখন তীব্র ট্রোলিং আসে, তখন কীভাবে সেটা সামলান তিনি? শানায়ার কথায়, “অনেক সময় মন্তব্যগুলো খুবই নিষ্ঠুর হয়—কী পোশাক পরছি, দেখতে কেমন, শরীর কেমন—এসব নিয়ে। এগুলো আমি আলাদা করে রেখে দিই। আমি আগে থেকেই একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কোনটা পাশে সরিয়ে রাখতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে। আমি এগুলোকে ইতিবাচকভাবে নিই। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।”