যেমন অভিনয়, তেমন গানে! দু'ক্ষেত্রেই দর্শক-শ্রোতার মন জয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। একদিকে যেমন তাঁর অভিনয়ের প্রশসংসায় পঞ্চমুখ অনুরাগীরা, ঠিক তেমনই সাহেবের গানের অনুরাগীও কম নয়। জন্মাষ্টমী উপলক্ষ্যে এক দারুণ চমক নিয়ে এলেন তিনি। শ্রীকৃষ্ণের ১০৮ নামের গান গাইলেন সাহেব। সমাজমাধ্যমে এই সুখবর নিজেই দিলেন অভিনেতা, গায়ক। 

 


সাহেব জানিয়েছেন, প্রণাম বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া কৃষ্ণের অষ্টোত্তর শত নাম। সমাজমাধ্যমের পাতায় সেই গানের ঝলকও ভাগ করে নিয়েছেন সাহেব। জন্মাষ্টমীর এই বিশেষ দিনে প্রিয় তারকার কণ্ঠে এই গান শুনে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সাহেবের ওই পোস্টে তাই শুভেচ্ছা আর প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। 


শুধু টলিউডে নয়,সাহেব চট্টোপাধ্যায় দর্শকের মন জয় করেছেন বলিউডের বহু সিরিজ ও ছবিতে কাজ করেও। বাঙালি তারকার অভিনয় দেখে সমালোচক মহলও তারিফ করেছেন। আগামীতে সাহেবের হাতে রয়েছে বাংলা,হিন্দি মিশিয়ে একগুচ্ছ ছবি। তার মধ্যে অন্যতম অরিন্দম শীলের পরিচালনায় 'কর্পূর'। এই ছবিতে দুটো সময়কাল তুলে ধরা হয়েছে। ১৯৯৭ সাল ও ২০১৯— সাহেবের চরিত্রটিকেও এই দুই সময়কালে দেখা যাবে। সাহেবের সাজও নাকি মনে করাবে শশী তারুরের কথা।

 

আরও পড়ুন: মাত্র আট বছর বয়সে প্রায়শ্চিত্ত করতে বনবাসে যাবে 'খনা'! কীভাবে পাল্টে যাবে একরত্তি রাজকন্যার ভাগ্য?

 

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শিক্ষা দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল মনীষা মুখোপাধ্যায়ের। সেই কাহিনিকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখেছেন পরিচালক। ১৯৯৭ সালে মনীষার আচমকা ‘উবে’ যাওয়া ভাবিয়েছিল সকলকে। রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়েছিল ঘটনাটি নিয়ে। ২৮ বছর পর সেই ভাবনাকে আবার উস্কে দেবে অরিন্দমের আগামী ছবি ‘কর্পূর’। এই ছবিতে প্রথম বার বড় পর্দায় দেখা যাবে তৃণমূল নেতা কুণাল ঘোষকে।

 

এছাড়াও সাহেব ঝুলিতে রয়েছে 'নৈবেদ্য'। দর্শকের নজর কাড়ছে অন্য ধারার বাংলা ছবি। পারিবারিক ছবিও দর্শকের মন জয় করছে এখন। এবার এই ধারার ছবিতে হাত পাকাতে চলেছেন পরিচালক কৌশিক সেনগুপ্ত। ছবির নাম 'নৈবেদ্য'। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টলিউডের বহু তারকা। 

 

আরও পড়ুন: ‘নারী চরিত্র বেজায় জটিল’! মেয়েদের মন বুঝতে গিয়ে কেন নাজেহাল অঙ্কুশ, ফাঁস হবে শীঘ্রই

 

সূত্রের খবর, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, মানসী সিনহা, দেবরাজ ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, শ্রেয়া ভট্টাচার্য ও শঙ্কর দেবনাথ। এছাড়াও থাকছেন টলিউডের আরও অন্যান্য তারকারা। এই ছবির গল্পে থাকছে এপার বাংলা-ওপার বাংলার সংমিশ্রণ। 

 

জানা যাচ্ছে, এই ছবির গল্প এগোবে এক বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে। ওই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্ন জীবনযাত্রা। তাদের প্রত্যেকের জীবনের ওঠাপড়ার সঙ্গে মিশে যাবে এক অদেখা সূত্র। ঘরছাড়া মানুষদের ভিড়ে কীভাবে ভাল থাকার রসদ খুঁজে পায় দুটি জুটি? কীভাবে একে অপরের সঙ্গে এক সুন্দর মেলবন্ধন গড়ে উঠবে সেই নিয়েই এগোবে এই ছবির গল্প।