‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’— তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও। হ্যাঁ, অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হলেন শাহরুখ খান— তাঁর ৩৩ বছরের কেরিয়ারের প্রথম জাতীয় সম্মান!
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। বছরটা এমনিতেই কিং খানের কামব্যাক ইয়ার। ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’— তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব— যা বলিউডে একক নজির।

এর মাঝেই ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদেরও। অ্যাকশন, আবেগ, স্টাইল আর স্টেটমেন্ট— একাই একটা ধাক্কা হয়ে এসেছিল ছবিটি। আর এবার সেই কাজটাই এনে দিল জীবনের প্রথম জাতীয় পুরস্কার।
শাহরুখ খান— শুধু তারকা নন, যেন এক ‘সংস্কৃতি’!শুধু অভিনেতা নন, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মুখ হিসেবে বহু বছর ধরেই দেখা হয় তাঁকে। বার্লিন, কান, লন্ডন, মেলবোর্ন— বিশ্বজুড়ে ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের মুখ দেখা যায়, ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্বে। অথচ দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর ঝুলিতে এতদিন ছিল না— এই ছিল বড় এক খামতি।
এবার সেই ফাঁক পূরণ হল।
এ প্রসঙ্গে খোদ ‘কিং খান’-এর বক্তব্য? এখনও আসেনি। জাতীয় পুরস্কারে তাঁর নাম ঘোষণার পরে শাহরুখ খানের প্রতিক্রিয়া এখনও আসেনি। তবে ইন্ডাস্ট্রি জুড়ে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা। বহু বর্ষীয়ান অভিনেতা, পরিচালকের মতে, “এটা বহু দেরিতে এল, কিন্তু অবশেষে এল।” শাহরুখ এখন ব্যস্ত ‘কিং’ ছবির শুটিংয়ে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তাঁর কন্যা সুহানা খান। ২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।
৩৩ বছর ধরে কোটি কোটি দর্শকের হৃদয় দখল করে রয়েছেন তিনি। আজও তাঁর সিনেমা মানেই উৎসব, তাঁর সংলাপ মানেই ট্রেন্ড, আর তাঁর উপস্থিতি মানেই থিয়েটারে বাজ পড়া। তাই যখন তিনি বলেন, “পিকচার অভি বাকি হ্যায় মেরি দোস্ত” — তখন সেটা শুধু ছবির সংলাপ নয়, এক আদর্শ অভিনেতার জীবনের প্রতিজ্ঞা।
আর আজ, সেই 'পিকচার'-এর একটা দারুণ ফ্রেমে লেখা হল— “এবারের জাতীয় পুরস্কারের সেরা অভিনেতার সম্মানে সম্মানিত শাহরুখ খান।”
শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েল্ফথ ফেল’ ছবির সৌজন্যে। অন্যদিকে, ‘ মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানি মুখার্জি। কস্টিউম ডিজাইন এবং রূপটান —এই দুই বিভাগেই সেরা হয়েছে ‘স্যাম বাহাদুর’। অন্যদিকে, এবারের বাংলা ছবি বিভাগের জাতীয় পুরস্কার পেল ‘ডিপ ফ্রিজ’।
