ভোল বদলে ফেলেছেন শাহরুখ খান! তাঁকে চেনাই দায়।

বলিউড সুপারস্টার বর্তমানে পোল্যান্ডের ওয়ারশতে তাঁর নতুন ছবি ‘কিং’এর শুটিং করছেন। বাদশার আসন্ন এই অ্যাকশন-থ্রিলার নিয়ে ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। আর ইতিমধ্যেই শুটিং সেট থেকে উঠে আসা নতুন ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ভিডিওয় দেখা গেছে, শাহরুখ ক্যামেরায় ঘেরা অবস্থায় শুটিং লোকেশনের দিকে হেঁটে যাচ্ছেন।

শাহরুখকে নতুন লুকে দেখে ভক্তরা মুগ্ধ। সল্ট-অ্যান্ড-পেপার হেয়ারস্টাইল, কালো সানগ্লাস আর আগেই আলোচিত ট্যাটুগুলো তার স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার এই ‘কুল লুক’ ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। মনে করা হচ্ছে, ছবিতে এভাবেই তাঁকে দেখা যাবে।

অন্য এক ভিডিওয় দেখা গেছে, শাহরুখ ওভারসাইজড এক কালো হুডি পরে ক্যামেরার ফ্ল্যাশ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। গাড়ি থেকে নামার সময় তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও পাশে দেখা গিয়েছে। এদিন শুটিং লোকেশনে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দকেও ভক্তরা দেখতে পেয়েছেন।

‘কিং’ শাহরুখের জন্য যেমন বিশেষ, তেমনই তাঁর ভক্তদের জন্যও তা-ই। কারণ এই ছবিতেই বড় পর্দায় অভিষেক ঘটছে অভিনেতার কন্যা সুহানা খানের। সুহানা এর আগে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’এ অভিনয় করেছিলেন। আর এবার বাবার সঙ্গে পর্দায় আসতে চলেছেন তিনি।


ছবিতে শাহরুখ-সুহানার সঙ্গে আছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতারা। এমন শক্তিশালী তারকাসমৃদ্ধ কাস্ট নিয়ে ‘কিং ’ দর্শকদের জন্য নিয়ে আসছে অ্যাকশন, আবেগ আর হাই-ভোল্টেজ ড্রামায় ভরা এক বিশেষ অভিজ্ঞতা।

যদিও ছবির শুটিং এবং প্রোডাকশনে কিছুটা দেরি হয়েছে, তবু তা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস একটুও কমেনি। সিদ্ধার্থ আনন্দের এর আগে বহু হিট অ্যাকশন ফিল্ম উপহার দিয়েছেন। এবারও বিশাল বাজেট এবং বড় ক্যানভাসে মুক্তি পেতে চলেছে ‘কিং’। এই ছবিটি যে আগামী সময়ের অন্যতম বড় রিলিজ হতে চলেছে, তা নিয়ে প্রায় নিশ্চিত ফ্যানরা। পাশাপাশি সুহানাকে ঘিরে কৌতূহল আকাশচুম্বী। বাবা শাহরুখ এবং অন্যান্য নামকরা অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কতটা নজর কাড়বেন তিনি? সেটাই এখন সকলের নজরে।

জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’— তিনটে সিনেমাতেই ভেঙেছেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব— যা বলিউডে একক নজির। ‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কারও এসেছে অভিনেতার ঝুলিতে।