শনিবার খবর এসেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন শাহরুখ খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে চলছিল এই ছবির শুটিং। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গিয়েছে শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী কয়েক মাস নাকি শুটিং করতে পারবেন না তিনি।

 

 

যদিও শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি তখনও। যদিও কানাঘুষো ছিল, আঘাত খুব গুরুতরভাবে হয়নি। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। হয়তো সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় অসাবধানতাবশত চোট পেয়েছেন বলিউডের 'বাদশা'। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। জানা যাচ্ছে, চিকিৎসা হবে সেখানেই। এদিকে, খবর আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ, সম্পূর্ণ সুস্থ হতে। তারপর ছবির কাজ করতে পারবেন। কারণ ভরপুর অ্যাকশন দৃশ্যে থাকতেই হবে তাঁকে। তাই পুরোপুরি সুস্থ না হলে এই কাজ অসম্ভব।

 

আরও পড়ুন: কপিল শর্মার শো-এ এসে বিরাট বিপদ! তড়িঘড়ি শাশুড়িকে নিয়ে কেন হাসপাতালে ছুটলেন পরিণীতি চোপড়া?


এমনকী এও জানা গিয়েছিল 'কিং’ ছবির পরবর্তী শুটিং এই মুহূর্তে স্থগিত থাকে বলে। পুণরায় ছবি ফ্লোরে যাবে চলতি বছর সেপ্টেম্বর কিংবা নভেম্বর মাস থেকে। অর্থাৎ বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবেই শাহরুখকে‌। এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর অর্থাৎ ২০২৬-এর প্রথম দিকেই। কিন্তু তা যে আর হচ্ছে না, সেটা স্পষ্ট হয়েছিল। 

 

তবে এবার বড় খবর এল শাহরুখের অসুস্থতা নিয়ে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখ খানের আহত হওয়ার যে তথ্য ছড়িয়ে পড়েছিল তা সত্যি নয়, ভুয়ো।‌ শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা 'কিং' সিনেমার শুটিং ফ্লোরে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর তাঁর নিয়মিত চিকিৎসার একটি অংশ।

 


জানা যাচ্ছে শনিবার নয়, শাহরুখ যুক্তরাষ্ট্রে গিয়েছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তাঁর ফেরার কথা রয়েছে। এরপরই 'কিং'-এর শুটিংয়ে আবার যোগ দেবেন।‌ শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তাঁর নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।


প্রসঙ্গত, ২০২৩-এ 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে 'বাদশা'র আগামী ছবি 'দ্য কিং' নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। কিং'-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় 'বাদশা'র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম 'জুনিয়র বি'।