সংবাদ সংস্থা মুম্বই: শুক্রবার মুক্তি পেল সোনু সুদের প্রথম পরিচালিত ছবি ‘ফতেহ’। এই অ্যাকশন ছবিতে প্রধান ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। ছবির প্রচার সারতে সমাজমাধ্যমে নেটিজেনদের সঙ্গে আড্ডায় বসেছিলেন তিনি। সেই আড্ডায় তাঁকে এক নেটিজেন জিজ্ঞেস করেন ভবিষ্যতে শাহরুখ খানের সঙ্গে কোনও ছবিতে তাঁকে দেখা যেতে পারে কি না। জবাবে, সোনু যা বললেন, আপাতত তাই নিয়ে এখন নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। 

নেটপাড়ার ওই বাসিন্দা  সোনুকে প্রশ্ন করেছিলেন –“ভাই, শাহরুখ স্যারের সঙ্গে আপনার কোনও ছবি করার পরিকল্পনা কি আছে? আপনারা একসঙ্গে ছবি করেছিলেন, সেটাও তো ১০ বছর তো পেরিয়ে গেল।”  অল্প কথায় সোনুর জবাব –“ ‘ফতেহ ২’তে ভাইয়ের (শাহরুখ খান) সঙ্গে কাজ করে নেব।”

এই ছবিতে সোনুর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ছবিটির মূল প্রেক্ষাপটে রয়েছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের খারাপ প্রভাব তুলে ধরা হবে ছবিতে। সাইবার ক্রাইম সাধারণ মানুষের জীবনে কতটা জটিলতা তৈরি করতে পারে তা নিয়েই ছবির গল্প। হলিউডের বিখ্যাত স্টান্ট বিশেষজ্ঞ লি হুইটেকার এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন। তাই আশা করা যায় ছবিতে সেরা কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে। ভারত, আমেরিকা, রাশিয়া ও পোল্যান্ড সহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। সোনু-জ্যাকলিন ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।


গত কয়েক মাস ধরেই ডিপ ফেক এবং অন্যান্য বিভিন্ন সাইবার ক্রাইম সম্পর্কিত বিষয়গুলি সামনে এসেছে। সোনু সুদ বিশ্বাস করেন যে ‘ফতেহ’র মতো ছবির মাধ্যমে এধরনের সমস্যার সঙ্গে মোকাবিলা করার এটাই সঠিক সময়।