সংবাদ সংস্থা মুম্বই: একটু নয়, একেবারে মন খুলে নিজের জীবনের অজানা গল্প শোনালেন করণ জোহর। এক সাক্ষাৎকারে স্বীকার করলেন, পরিচালক হওয়া তাঁর জীবনের লক্ষ্যই ছিল না! বলিউডের ‘হিট মেশিন’ করণ নাকি এক সময় হতে চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার বা কস্টিউম ডিজাইনার! কিন্তু ভাগ্য তাঁকে ঘুরিয়ে দিল—আর সেই ভাগ্য-পরিবর্তনের নেপথ্যে ছিলেন বলিউডের দুই দাপুটে তারকার নাম— আদিত্য চোপড়া ও শাহরুখ খান।

 

করণের স্পষ্ট কথা— “আদিত্যই প্রথম বলেছিল, ‘তুই ফিল্মমেকার’। আমি বলেছিলাম, না, আমি ফ্যাশন সম্পর্কিত কিছু করতে চাই। কিন্তু ও বলেছিল, না, তুই ছবি বানাবি।” এখানেই থামেননি করণ। শাহরুখের প্রসঙ্গ তুলেই যেন একরাশ আবেগে ভেসে গেলেন। বললেন, “শাহরুখ একদিন সরাসরি বলল, তুই যদি ছবি বানাস, আমি তোর প্রথম ছবিতে কাজ করব। ও বলেছিল, আর সেটা করেও দেখিয়েছিল!”

 

আর সেই ‘প্রথম ছবি’ই যে আজ বলিউড ইতিহাসের পাতায় লেখা—‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮)—যা করণের কেরিয়ার এক ধাক্কায় আকাশে তুলে দেয়। করণের অকপট স্বীকারোক্তি, “আজ আমি ইন্ডাস্ট্রিতে আছি শুধুমাত্র ওই দুই বন্ধুর জন্য— আদিত্য আর শাহরুখ।”

 

 

একদিকে বলিউডের গ্ল্যামার আর অন্যদিকে বন্ধুত্বের এই নিখাদ গল্প— করণ জোহরের এই স্বীকারোক্তি যেন একটাই কথা বলে- সফলতার পিছনে থাকে এমন কিছু মানুষ, যারা সময়মতো এক ধাক্কা না দিলে গল্পটাই বদলে যেত। অনেকেই হয়তো জানেন না, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’— একাধিক জনপ্রিয় ছবিতে করণ শাহরুখের কস্টিউম ডিজাইন করেছেন নিজে হাতে। করণ কোনওদিন ট্রেন্ড ফলো করেননি, বরং নিজেই ট্রেন্ড বানিয়ে দিয়েছেন— সাহসী রং, অদ্ভুত কম্বিনেশন আর এক্সপেরিমেন্টাল স্টাইলই তাঁর ইউএসপি।

 

করণের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বলিউডে চর্চার শেষ নেই। তাঁকে দেখে ফ্যাশনরসিকরা বলেন — “ফ্যাশন মানে শুধু সুন্দর নয়, সাহসও!”