বলিউড অভিনেতা আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরা খান সম্প্রতি তাঁদের প্রথম কন্যাসন্তানের আগমনে খুশির জোয়ারে ভাসছেন। সদ্যোজাত সন্তানের নাম রাখা হয়েছে সিপারা খান। তারকা দম্পতির এই আনন্দময় মুহূর্তে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে চারদিক থেকে। সেই তালিকায় যোগ দিয়েছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও। তবে তিনি শুধু শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি, বরং নতুন বাবা আরবাজকে একটি মজার সতর্কবার্তাও দিয়েছেন।
শাবানা আজমি সমাজমাধ্যমে আরবাজ ও শুরাকে শুভেচ্ছা জানাতে গিয়ে নবজাতক সিপারা সম্পর্কে এক মজার মন্তব্য করেন। তিনি যেন আরবাজকে আগাম জানিয়ে দিলেন, ভবিষ্যতে তাঁর জন্য কী অপেক্ষা করছে! অভিনেত্রী লেখেন, 'শুভেচ্ছা! সে (সিপারা) তোমাদের ওর এক আঙুলেই নাচাবে।' শাবানার এই মন্তব্যটি বাবা-মেয়ের চিরন্তন মিষ্টি সম্পর্কের একটি প্রতিচ্ছবি তুলে ধরে।
সাধারণত বাবারা তাঁদের মেয়েদের প্রতি একটু বেশিই দুর্বল হন। মেয়েরা সেই সুযোগ নিয়ে নিজেদের আবদার পূরণ করতে বা নিজেদের কথা মানিয়ে নিতে সফল হয়। শাবানার মন্তব্য সেই চিরন্তন সত্যটিকেই যেন আরও একবার মনে করিয়ে দিল। আরবাজ খানও শাবানা আজমির এই মজাদার সতর্কবার্তার উত্তরে একইভাবে রসিকতা করেছেন। তিনি লেখেন, 'আমি আনন্দের সঙ্গে ওর কথামতো নাচতে প্রস্তুত! অনেক ধন্যবাদ আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য।'

আরবাজের এই উত্তর থেকেই স্পষ্ট, তিনি তাঁর মেয়ের সব আবদার হাসিমুখে মেনে নিতে তৈরি। তিনি সিপারার আগমনে কতটা খুশি, তা তাঁর জবাবে প্রতিফলিত হয়েছে। আরবাজ ও শুরার এই নতুন জীবন শুরু হওয়ার খবর বলিউডে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। গত ৫ অক্টোবর এই তারকা দম্পতি তাঁদের মেয়ের জন্ম দেন। বাবা হওয়ার কয়েক দিন পরই আরবাজ ও শুরা যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ের নাম ঘোষণা করেন। তাঁরা লেখেন, 'আমাদের মিষ্টি রাজকন্যার সাথে পরিচয় করুন - সিপারা খান। আরবাজ ও শুরার পক্ষ থেকে ভালবাসা নেবেন।'
আরও পড়ুন: তড়িঘড়ি রাঘবের সঙ্গে দিল্লি পাড়ি দিলেন পরিণীতি! খুব তাড়াতাড়িই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী?
এই ঘোষণার পর থেকেই তাঁদের পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুরাগীরা শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন। জানা গিয়েছে, সিপারা একটি ফারসি শব্দ, যার অর্থ হল পবিত্র ধর্মগ্রন্থ কোরানের ৩০টি অধ্যায়ের মধ্যে একটি। আরবাজ ও শুরার এই ভালোবাসার ফসল নিঃসন্দেহে তাঁদের জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।
প্রসঙ্গত, আরবাজ খান এর আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে। তাঁদের ছেলে আরহান খানও এই সময় পাশে আছেন। বাবার দ্বিতীয় সন্তানের জন্মের পর আরহানের অনুভূতি জানতে নেটিজেনরা বেশ আগ্রহী। আরহান একরত্তিকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন বলে খবর।
