সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বলিউডে অভিষেক শান-পুত্রের

পছন্দের গায়কের তালিকায় আজও উঠে আসে শানের নাম। শানের গান মন ভোলায় শ্রোতাদের। শানের গান মানেই কখনও মন কেমন, কখনও হুল্লোড়। এবার তাঁর পথ অনুসরণ করে বলিউডে অভিষেক হতে চলেছে গায়কের ছেলে মাহির। ইব্রাহিম-খুশির 'নাদানিয়া' ছবিতে 'তেরা কেয়া কারু' গানটি গেয়েছেন মাহি। এবার বাবার পথ অনুসরণ করে সুরে সুরে তাঁর মন জয় করার পালা।


বাড়ি ছাড়ার দলে প্রিয়াঙ্কাও!


বেশিরভাগ তারকাদের দেখা যাচ্ছে, নিজেদের আবাসন বিক্রি করতে। কেউ পারি দিচ্ছেন অন্য কোথাও, কেউ নতুন করে তৈরি করছেন নিজের বাড়ি। অমিতাভ, শাহরুখ, শক্তি কাপুরের পর এবার এই দলে নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া।‌ মুম্বইয়ের তিনটি  আবাসন একসঙ্গে বিক্রি করলেন তিনি। মোট ১৬.১৭ কোটি টাকায় তিনটি আবাসন বিক্রি করলেন অভিনেত্রী।

 

প্রিয়জনকে হারালেন গোবিন্দা 


স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন গোবিন্দা। বৃহস্পতিবার ৬ই মার্চ, গোবিন্দা হারালেন এক কাছের মানুষকে। না ফেরার দেশে গোবিন্দার ব্যক্তিগত সচিব শশী সিনহা। দীর্ঘদিন একসঙ্গে থাকায় কাছের বন্ধু হয়ে গিয়েছিলেন গোবিন্দা-শশী। তাঁর শেষযাত্রায় বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া গেল অভিনেতাকে।