কখনও কখনও জীবনের একটা মুহূর্তই বদলে দিতে পারে পুরো গতিপথ। ঠিক যেমনটা ঘটেছিল জনপ্রিয় বলি অভিনেতা সৌরভ শুক্লার ক্ষেত্রে। এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা এক সময়ে অভিনয়ের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছিলেন! কিন্তু স্রেফ এক মুহূর্তের জন্য বদলে গিয়েছিল সেই মানসিকতা। ‘বরফি’ ছবির সেটেই ঘটে গিয়েছিল সেই কাণ্ড। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন রণবীর কাপুর!

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ‘জলি এলএলবি’ ছবিখ্যাত এই অভিনেতা বলেন, “ ‘বরফি’র শুটিংয়ের সময়টা আমার জীবনের সবচেয়ে টলোমলো পর্ব ছিল। অনুরাগ বসু যখন ছবিটার প্রস্তাব দেন, আমি ততদিনে অন্তর থেকে সত্যিই ভীষণ ক্লান্ত। ভীষণ বিরক্ত। কারণ সবাই বলত, ‘তুমি তো দারুণ অভিনেতা’, কিন্তু কাজ আসত কোনও ছবিতে একদিনের অতিথি চরিত্রের! একদিনের শুটে কী-ই বা করা যায়? কতটুকু-ই বা নিজেকে দেখানো যায়?”

 

অভিনেতা আরও বলেন, “তখন আমি প্রায় বলে দিয়েছিলাম, আমি অভিনেতা নই, আমি লেখক! আমি আর অভিনয় করব না। অনুরাগকে বলেছিলাম, ‘আমাকে কেবল তখনই ডাকবে যদি কিছু ভাল চরিত্র থাকে, না হলে একদম ডাকো না।’ ভাগ্যিস, ও সেটা খারাপভাবে নেয়নি! বরং বলেছিল, ‘স্যার, যদি কিছু না থাকত, আমি ডাকতামই না।’ তারপরেই এল ‘বরফি’, এককথায় এক অসাধারণ অভিজ্ঞতা।”

 

আর সেই অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু ছিলেন রণবীর কাপুর। সৌরভের কথায়, “এককথায় ভীষণ আকর্ষণীয়, প্রাণবন্ত আর কী যে দারুণ সব স্বপ্নে ভরা কোটাবাবারটা বলত... ওর সঙ্গে বসে আড্ডা মারাটা বড় আনন্দের ছিল। আর রণবীর শুধু শিক্ষিত নয়, বুদ্ধিমানও। যেকোনও বিষয়ে ওর সঙ্গে আলোচনা করা যায়। তাছাড়া, তরুণদের মধ্যে একটা নির্মল নির্ভেজাল ব্যাপার থাকে, একটা সারল্য থাকে যা আমাদের মতো বয়স বেড়ে যাওয়া মানুষের আর থাকে না।”

 

 

তিনি আরও যোগ করেন, “রণবীর ও আমার মধ্যে পরস্পরের জন্য শ্রদ্ধা ছিল। ও এমন কিছু করত অভিনয়ের সময় যে সেখান থেকে আমি কিছু করতাম পাল্টা, মানে আমি তার থেকে কিছু শিখতাম। সেই জায়গা থেকেই আমার অভিনয়ের প্রতি আগ্রহ ফের জেগে ওঠে। মনে হল-হ্যাঁ, অভিনয় সত্যিই এক আনন্দের জিনিস! সেই থেকে আর পিছন ফিরে তাকাইনি।”

 

বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত তাঁর দুটি বড় প্রজেক্ট নিয়ে— ‘রামায়ণ’, যেখানে তিনি রামের ভূমিকায়, এবং সঞ্জয় লীলা বনশালিলির ‘লভ অ্যান্ড ওয়ার’, যেখানে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে তৈরি হচ্ছে এক জটিল প্রেমের গল্প।

 

অন্যদিকে, আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছেন রণবীর কাপুর। মুক্তির পর থেকেই শিরোনামে । শাহরুখপুত্রের প্রথম কাজ নিয়েই চর্চা হচ্ছে বিস্তর। সমাজমাধ্যমে ভাইরাল বেশ কিছু সংলাপও। সিরিজে একজন তারকা আসমান সিং-এর চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য। সেই চরিত্রের আপ্তসহায়কের চরিত্রে দেখা গিয়েছে অন্যা সিংকে। এই সিরিজের শুটিংয়ের ওপারের গল্পটাও কম মজার নয়। অনন্যা জানালেন, রণবীর কাপুরের সঙ্গে শুটিংয়ের দিনটায় তিনি দারুণ নার্ভাস ছিলেন। “দুই দিকেই ছিলেন দুই  কিংবদন্তি—একদিকে করণ জোহর, অন্যদিকে রণবীর! কিন্তু রণবীর এমন কুল, এমন সহজ, যে কিছুক্ষণের মধ্যেই সব ভয় কেটে যায়, কোনও সমস্যা হয় না।” হাসতে হাসতে বললেন অভিনেত্রী।