নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সেরা ছবি বলা হয়  সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-কে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে সত্যজিৎ তাঁর প্রথম ছবিটি তৈরি করেন। ছবিতে 'অপু-দুর্গা'র 'দুর্গা'র ভূমিকায় দেখা গিয়েছিল উমা দাশগুপ্তকে। ১৮ নভেম্বর, সোমবার প্রয়াত হলেন উমা দাশগুপ্ত।  

 

সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সত্যজিতের 'পথের পাঁচালী'র এই নায়িকা । শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন পথের পাঁচালির 'দুর্গা'। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। কিন্তু পরে জানা যায়, অভিনেত্রী সুস্থই রয়েছেন। ভাল আছেন। মার্চে শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরেছিলেন। অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ও উমা দাশগুপ্ত একই একই আবাসনের বাসিন্দা ছিলেন।  চিরঞ্জিৎ জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।  


শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। তিনি যে স্কুলে পড়তেন সেখানে প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই সত্যজিৎ আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে। পর্দায় 'দুর্গা'র মৃত্যু দেখে চোখ ছলছল করে ওঠেনি, এমন দর্শক বিরল। 'পথের পাঁচালীর' পর আর কোনও ছবিতে কাজ করেননি এই অভিনেত্রী। তবে উমা দাশগুপ্ত মানেই আপামর বাঙালির কাছে ছিল 'পথের পাঁচালী-র দুর্গা'। আর তাই থাকবেনও।