সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
নতুনভাবে 'অ্যানিমেল' তৈরি পরিচালকের
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি 'অ্যানিমেল' ঘিরে আলোচনার শেষ নেই। মুক্তি পেতে চলেছে ছবির দ্বিতীয় ভাগ। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটিতে রক্তপাত, যৌনতা ও আপত্তিকর মন্তব্য থাকায় 'এ গ্রেড' তকমা দেওয়া হয়েছিল। তাই ছবিটিকে আরও একবার এডিট করেছেন পরিচালক। কারণ তাঁর সাত বছরের ছেলের সামনে ছবিটি যাতে দেখতে পারেন।
বাড়ি ফিরতে ভাল লাগে না সইফের?
এক সাক্ষাৎকারে সইফ আলি খান অতিরিক্ত কাজের সময় নিয়ে মুখ খুললেন। তিনি জানান, বাড়ি ফিরে যখন দেখেন, দুই ছেলে ঘুমোচ্ছে, সেটা পীড়া দেয় তাঁকে। কিছুতেই মানতে পারেন না। খালি মনে হয়, আরও বেশি যদি সন্তানদের সময় দিতে পারতেন। সইফের কথায়, ‘‘যখন বাড়ি ফিরে দেখি বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমার খুব খারাপ লাগে। এটা সাফল্য নয়। সাফল্য সেটাই, যখন তুমি না বলতে পারবে। আমরা বছরে চার বার ছুটি পাই, আর যখন আমরা ওদের সঙ্গে ছুটি কাটাতে যাই, তখন আমি কোনও কাজ রাখি না। সেই সময়টা দারুণ কাটাই।’’
কবে আসছে 'দৃশ্যম ৩'?
'দৃশ্যম ২'-এর শেষেই ইঙ্গিত ছিল ছবির তৃতীয় ভাগ আসার। জানা যাচ্ছে, অভিষেক পাঠকের নির্দেশনায় তৈরি হবে 'দৃশ্যম ৩'। আর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন 'বিজয় সালগাঁওকার' ওরফে অজয় দেবগন। প্যানোরমা স্টুডিওর তরফে ইতিমধ্যেই এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। ২০২৬-এই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
