নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই খবর এসেছিল নাকি আলাদা হচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী পৃথা চক্রবর্তীর পথ। যদিও সেই খবর প্রথমে জল্পনা বলে উড়িয়ে দিলেও পরে সত্যিটা স্বীকার করেন সুদীপ। এর মধ্যেই নিজের নাম পাল্টে পৃথা থেকে সঞ্চারী করেন সুদীপের স্ত্রী।
যদিও সঞ্চারীই তাঁর আসল নাম। কিন্তু এখানে শেষ নয়, একে অপরকে ঘিরে কাদা ছোড়াছুড়ি না করলেও বুঝিয়ে দেন বিদ্বেষের কথা। দুই ছেলেকে নিয়ে সঞ্চারী যে আলাদা থাকছেন এও জানা যায়। এই ঘটনায় প্রাথমিকভাবে বহু প্রশ্ন উঠে এসেছিল সমাজমাধ্যমে। তবে সেসব কোনও কিছুকেই গুরুত্ব দেননি তাঁরা।
'চিরসখা'য় নায়ক 'স্বতন্ত্র'র চরিত্রে অভিনয় করছেন সুদীপ। বিতর্ক ভুলে কিছুদিন বিরতির পর কাজেও ফিরেছেন তিনি। তবে এর মাঝেই হঠাৎই নজর কাড়ল সঞ্চারীর একটি পোস্ট। আবারও চোখ ছানাবড়া নেটিজেনদের। সঞ্চারীর সাম্প্রতিক পোস্টে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন সুদীপ। ছেলে ঋদ্ধির জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। যা ক্যামেরাবন্দি করেছেন স্ত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন 'বাবা এবং তাঁর সন্তান'।
ব্যস! এই পোস্ট আবারও নতুন করে জল্পনা উসকে দিয়েছে। তবে কি ছেলেদের কথা ভেবেই ফের এক হচ্ছেন সুদীপ-সঞ্চারী? নাকি আলাদা থাকলেও বাবার সঙ্গে ছেলেদের সাক্ষাতে ত্রুটি রাখছেন না এই তারকা দম্পতি? যদিও প্রশ্নের ঝড় এলেও এখনও পর্যন্ত মুখ খোলেননি দু'জনের কেউই।
