সংবাদ সংস্থা মুম্বই: কাপুর পরিবারের মেয়ে হয়েও অভিনয়ের জগতে পা রাখেননি ঋধিমা কাপুর। তবে তাঁর মেয়ে সামারা সাহানির গ্ল্যামার দুনিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানি বেশ ভাল লাগে। মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জি দেখেই উচ্ছ্বসিত সামারার একের পর এক পোজ দেওয়া মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। মামা রণবীর হোক কিংবা দিদা নীতু, মাঝেমধ্যেই এঁদের সঙ্গে সামারার খুনসুটি ধরা পড়ে ছবিশিকারিদের ক্যামেরায়। এবার ফের খবরের শিরোনামে। তবে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার জন্য নয় বা তাঁর হাসিখুশি ব্যবহারের জন্য নয় কিন্তু। বরং সম্পূর্ণ বিপরীত কারণে। 

 

মামা আদর জৈনের বিয়েতে যেন একেবারে অন্য মেজাজ ধরা দিল কিশোরী সামারা। মা ও দিদিমার সঙ্গে অনুষ্ঠানকক্ষে সে ঢুকল মুখ বেজার করেই। হালকা রঙের শাড়ি, কাঁধ পর্যন্ত খোলা চুল এবং নেই কোনও গয়না। এই ছিল তার সাজ। 

 

পাপারাজ্জিদের অনুরোধে পাশাপাশি দাঁড়ালেন তিন প্রজন্ম -নীতু, ঋদ্ধিমা এবং সামারা। মেয়েকে জড়িয়ে ধরে আদরও করতে দেখা যায় ঋষি-কন্যাকে। তবুও মুখে হাসি ফুটছিল না সামারার। এরপর আচমকাই আমচকাই দিদিমা নীতুকে সামারা দিল এক ধাক্কা। সবার সামনে এ কাণ্ড হওয়াতে খানিক অপ্রস্তুতও হয়ে যান নীতু। তবে হাসিমুখে মুহূর্তের মধ্যে সেসব সামলে নেন তিনি। অন্যদিকে, যে সামারা আলোকচিত্রীদের দেখলেই হইহই করে একের পর এক পোজ দেয়, তার মুখে ফুটে ওঠেনি বিন্দুমাত্র হাসি।  গোটা ছবির সেশনটাই গম্ভীর মুখে ছবি তোলে সে। এই ঘটনার ভিডিও দেখার পর নেটপাড়ার একাংশ রণবীর-ভাগ্নির সামারার সহবত, আচরণ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ নেটিজেন অবশ্য তার পাশে এসে দাঁড়িয়েছে।  কেউ লিখেছেন, " আরে ও তো এখনও ছোট। সদ্য কিশোরী। মেজাজ সবসময় শান্ত থাকে নাকি এই বয়সে?" কেউ বা লিখেছেন, " নিশ্চয়ই বেচারির পোশাক নিয়ে কিছু বলেছেন নীতু। নইলে মঞ্চে নীতু প্রবেশ করতেই সামারার মুখটা কেন আরও বেজার হয়ে যাবে?"