সংবাদসংস্থা মুম্বই: নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা আপাতত বন্ধ রেখেছেন সামান্থা, এমনটাই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। বর্তমানে ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা। এবার পাত্রী শোভিতা ধূলিপালা। এখনও পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি সামান্থা।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী মুখ খুললেন অতীতের 'ভুল' নিয়ে। ওই সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়, কোথায় অর্থ্য ব্যয় করে মনে হয়েছে, অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করেছেন তিনি? এর উত্তরে সামান্থা জানান, প্রাক্তনকে দামি দামি উপহার কিনে দেওয়া অপ্রয়োজনীয় খরচ ছিল তাঁর জীবনে।
নাগা-শোভিতার বিয়ের ঠিক আগেই অভিনেত্রীর এই মন্তব্যে নেটিজেনদের মনে হয়েছে, এখনও সামান্থার হৃদয়ের ক্ষত সেরে ওঠেনি। পুরনো সম্পর্কের কথা হয়তো ভুলতে পারেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সাত পারে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য় ও শোভিতা ধূলিপালা। আক্কেনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে কুপুল এঁটেছেন নাগা-শোভিতা। সূত্রের খবর, নাগা চৈতন্য ঠিক করেছেন ঠাকুরদার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করবেন। এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের অনেক স্মৃতি। সেই কারণেই নাকি এখানেই বিয়ের আসর বসাবে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার।
এছাড়াও নাগার্জুনের ইচ্ছে অনুযায়ী ছেলে-বৌমার বিয়ে ডকুমেন্টেড থাকবে ওটিটি প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে। সেই তালিকায় রয়েছে নেটফ্লিক্সও। বিয়ের সমস্ত মুহূর্তকে চিরকাল ধরে রাখতে ও অনুরাগীদেরও তাঁদের বিয়ের সাক্ষী করতে এই উদ্যোগ নিচ্ছেন নাগার্জুন।
