আজকাল ওয়েবডেস্ক: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ফের এক বার সংবাদমাধ্যমে নিজের মনের কথা উজাড় করে দিতে দেখা গেল তাঁকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অসুস্থতা থেকে প্রাক্তন স্বামীর নাগা চৈতন্যের বিয়ে-সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুললেন ‘সিটাডেল হানি - বানি’র নায়িকা।

সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয় প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে নিয়ে। নাগা তাঁকে ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন, প্রাক্তনের এ ভাবে নতুন সম্পর্কে জড়ানো দেখে কি ঈর্ষা হয় অভিনেত্রীর মনে? প্রশ্নের জবাবে সামান্থা জানান, তাঁর হৃদয়ে ঈর্ষার কোনও স্থান নেই। কারণ ঈর্ষা খুবই অস্বাস্থ্যকর অনুভূতি। অভিনেত্রী আরও বলেন, “নিজের জীবনে এতকিছুর মধ্যে দিয়ে গিয়েছি যে ওই বিষয় নিয়ে বসে থাকার অবকাশ আমার নেই।” পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখতে তিনি ধ্যান করেন বলেও জানান সামান্থা।

প্রসঙ্গত, ২০২১ সালে দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। গত বছর ডিসেম্বর মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা। অন্যদিকে সম্প্রতি একটি পিকলবল প্রতিযোগিতায় ‘সিটাডেল হানি - বানি’-র পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে দেখা যায় সামান্থাকে।