সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের সাম্প্রতিক মুক্তি ‘সিকান্দর’ দর্শকদের প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেনি। অথচ, তিনি বরাবরই ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের বিভিন্ন সিনেমার প্রচারে সাহায্য করেছেন।  সাম্প্রতিক সময়েও সেই উদাহরণ দেখা গিয়েছে। সেটা ‘জাঠ’হোক কিংবা পুনর্মুক্তি  হওয়া ‘সনম তেরি কসম’। একই কথা খাটে শাহরুখের ‘জওয়ান’ এবংহ আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’ ছবির ক্ষেত্রেও।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সলমন খোলাখুলিভাবে জানিয়েছেন, তাঁর ছবিগুলোর জন্য তিনি ইন্ডাস্ট্রির কাছ থেকে সমর্থন পান না। সম্প্রতি দেওয়ায় এক সাক্ষাৎকারে তিনি জানান, সবাই মনে করে তিনি আত্মনির্ভরশীল, তাঁর ছবির কোনও প্রচার লাগে না। কিন্তু তিনিও সমর্থন আশা করেন।যখন 'টাইগার'কে জিজ্ঞেস করা হয়, তিনি তো এতজনের জন্য এগিয়ে আসেন, তাহলে তার জন্য কেউ এগিয়ে আসে না কেন? সলমনের সহজ, কিন্তু গভীর উত্তর ইন্টারনেট মাতিয়ে দিয়েছে— "হয়তো তারা ভাবে আমি কারও সমর্থন ছাড়াই চলতে পারি। কিন্তু সবার সমর্থন দরকার, আমাকেও।" তবে, সলমন তাঁর অভিমান প্রকাশ করলেও কিন্তু অন্য ছবিগুলির প্রচার করতে ভোলেননি! মোহনলাল ও পৃথ্বীরাজ সুকুমারন-এর ‘এল২: এমপুরান’-এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি সানি দেওলের ‘জাঠ’ ছবির জন্যও শুভকামনা জানিয়েছেন।

 

উল্লেখযোগ্যভাবে, সানি দেওল, আমির খান এবং সঞ্জয় দত্ত-ও কিন্তু ‘সিকান্দার’-এর প্রচারে এগিয়ে এসেছিলেন। সানি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমির খান ছবির প্রচার ভিডিওতে অংশ নিয়েছেন এবং সঞ্জয় দত্ত তো সরাসরি বলেছেন, ‘সলমন আমার ভাই, 'সিকান্দর' সুপারহিট হবেই!’


আচ্ছা, বলিউড কি সলমনের প্রতি সত্যিই এতই উদাসীন? নাকি এ অন্য কিছুর ইঙ্গিত?