বলিউডের প্রথম সারির অন্যতম তারকা সলমন খান— প্রায় ষাট ছুঁইছুঁই বয়সেও যাঁর ঝলমলে লুকস আর আকর্ষণীয় ব্যক্তিত্বে মুগ্ধ শুধু ভারত নয়, সারা বিশ্ব। তিন দশকের কেরিয়ারে বহু সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, একটি নিয়মে তিনি অটল—অনস্ক্রিন ‘নো কিসিং’। অর্থাৎ পর্দায় কখনও সহ-অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেননি 'টাইগার'। 

 

তবে একবার কি সেই নিয়ম নিজেই ভেঙে ফেলেছিলেন সলমন? কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক পুরনো ছবি, যা দেখে অনেকেই চমকে উঠেছেন। ছবিতে দেখা যাচ্ছে, করিশ্মা কাপুরের সঙ্গে এক ঘনিষ্ঠ মুহূর্তের মাঝখানে সলমন খান । মনে করিয়ে দেওয়া ভাল, ‘জুড়ওয়া’, ‘বিবি নং ১’, ‘জিৎ’, ‘চল মেরে ভাই’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘হম সাথ সাথ হ্যায়’ আর ‘দুলহন হম লে জায়েঙ্গে’—মোট সাতটি ছবিতে জুটি বেঁধেছেন টাইগার এবং করিশ্মা।

 

সমাজমাধ্যমে পোস্ট হওয়া সেই মুহূর্তে নেটিজেনদের কেউ বলছেন—“না, না এটা মোটেও ঠোঁটে চুমু নয়, করিশ্মার চিবুকে চুমু খাচ্ছেন সলমন।” কারও দাবি—“হতে পারে এটা অসাবধানবশত।” আবার কেউ লিখেছেন—“ওদের দু'জনকে আবার একসঙ্গে দেখতে চাই।”

 

গুঞ্জন শোনা যায়, ‘টাইগার জিন্দা হ্যায়’–ছবিতে নায়িকা তথা সলমনের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফকে অনস্ক্রিন চুমু খাওয়ার জন্য ‘টাইগার’কে নাকি জোর করেছিল ইউনিট। কিন্তু কিছুতেই রাজি হননি তারকা। সূত্রের দাবি, পরিচালক আলি আব্বাস জাফর নাকি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন—কারণ দৃশ্যটি প্লটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ‘ক্যাটরিনা ফ্যাক্টর’ও ছিল। কিন্তু সলমন নাকি সোজাসাপটা সেই প্রস্তাবে না বলে দেন। শেষমেশ চিত্রনাট্য থেকে দৃশ্যটি বাদই দেওয়া হয়।

 

সম্প্রতি, সলমনকে দেখা গিয়েছে অ্যাকশন ছবি 'সিকান্দর'-এ, যা দর্শক ও সমালোচক—দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে। আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’।

 

যদিও এই মুহূর্তে সময়টা ভাল যাচ্ছে না সলমন খানের। প্রাণনাশের হুমকি নিয়ে আতঙ্কের মাঝেই বিপর্যস্ত নায়কের কর্মজীবন। তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ ফের বাধার সম্মুখীন। কথা ছিল, চলতি মাসে মুম্বইয়ে শুট হবে। কিন্তু সেই পরিকল্পনা আপাতত বাতিল। বান্দ্রার মেহবুব স্টুডিওতে নির্মিত সেটগুলি সরিয়ে ফেলা হচ্ছে।

 

সূত্রের খবর, ছবির সৃজনশীলতা সম্পর্কিত কোনও কারণে মুম্বইয়ের শুট স্থগিত। ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত লাদাখে কাজ শুরুর কথা রয়েছে। সেখানে মূলত অ্যাকশন দৃশ্যগুলির দিকে নজর দেওয়া হবে। গালওয়ানে সম্পূর্ণ অন্য রকম একটি লুকে ধরা দেবেন সলমন। তাই নানা জায়গায় শুটের মাঝে ৩০ দিনের ব্যবধানে সেই লুকের ধারাবাহিকতা নষ্ট হতে পারে বলে মনে করছেন প্রযোজকরা। অপূর্ব লাখিয়া মনে করেন যে, ছবিটি ধারাবাহিকভাবে শুটিং করা গুরুত্বপূর্ণ। তাই আপাতত, ছবিটির মুম্বই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে, শহরে কোনও গানের সিকোয়েন্স বা প্যাচওয়ার্ক করা দরকার কি না।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন বাহিনীর মধ্যে সংঘাতের উপর ভিত্তি করে নির্মিত সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।