টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বিক্রান্তের ‘দোস্তানা’

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবার নতুন অবতারে হাজির হতে চলেছেন ‘দোস্তানা ২’র মাধ্যমে। সম্প্রতি তিনি এই ছবিতে নিজের ভূমিকার কথা নিশ্চিত করেছেন। এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার ধর্ম প্রোডাকশনের সঙ্গে কাজ করতে চলেছেন। ‘দোস্তানা ২’র মূল কাস্টে ছিলেন কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং  লক্ষ্ম্য লালওয়ানি। যিনি এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছিলেন। তবে পরে পুরো কাস্ট পরিবর্তন করা হয়। ছবিতে এখন অভিনয় করবেন বিক্রান্ত এবং লক্ষ্ম্য।

এক সাক্ষাৎকারে বিক্রান্ত তাঁর ভূমিকার কথা নিশ্চিত করে জানান, এই ছবিতে দর্শকরা তাঁকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। বিক্রান্ত বলেন,
“খুব শিগগিরই আমায় ওই ভূমিকায় দেখতে পাবেন। আমার মনে হয় খবরটা ইতিমধ্যেই বাইরে চলে এসেছে। আমি জানি না কেন এ নিয়ে এত দিন কথা বলিনি। হ্যাঁ, আমি দোস্তানা ২ করছি। এটাই আমার প্রথম ধর্ম প্রোডাকশনসের সিনেমা।”

তিনি আরও জানান, ছবিতে তাঁর জন্য একেবারেই ভিন্ন অবতার অপেক্ষা করছে। বিক্রান্তের কথায়, “ওই ছবিতে আমায় দারুণ সব ডিজাইনার পোশাক পরতে দেখা যাবে। করণ (জোহর) স্যার নিশ্চিত করবেন যাতে আমি সুন্দর পোশাক পরি আর সেই ফ্যান্সি সানগ্লাসগুলোও পরি। শুটিং হবে ইউরোপের কোথাও।”

সলমনের যন্ত্রণা

বলিউড সুপারস্টার সলমন খান সম্প্রতি আমির খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন টুইঙ্কল খান্না এবং কাজলের নতুন চ্যাট শো ‘টু মাচ’-এর প্রথম পর্বে। সেখানেই তিনি জানালেন, ‘পার্টনার’ ছবির শুটিং চলাকালীন প্রথমবার তিনি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন।

হোস্ট টুইঙ্কল এবং কাজলের সঙ্গে আলাপচারিতায় সলমন বলেন, “এটার সঙ্গে বাঁচতে শিখতে হয়। অনেকেই বাইপাস সার্জারি, হার্টের অসুখ বা আরও অনেক কিছুর সঙ্গে বেঁচে আছেন। আমার যখন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া হয়েছিল, তখন ব্যথাটা এতটাই অসহনীয় ছিল যে, সেটা নিজের সবচেয়ে বড় শত্রুর জন্যও কামনা করব না। টানা সাড়ে সাত বছর এই কষ্ট আমাকে ভোগ করতে হয়েছে। প্রতি চার-পাঁচ মিনিট অন্তর হঠাৎ ব্যথা শুরু হতো, কথা বলার সময়ও হত। জলখাবার খেতে প্রায় দেড় ঘণ্টা লেগে যেত, তারপর সরাসরি রাতের খাবারে চলে যেতাম। একটা সাধারণ অমলেট খেতেও আমাকে নিজেকে জোর করতে হত, ব্যথা সহ্য করতে হত, যাতে কোনও ভাবে খাওয়াটা শেষ করা যায়।”

আহত বাদশা

র‍্যাপার এবং গায়ক বাদশা সম্প্রতি একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর চোখে আঘাত লেগেছে। তবে এই আঘাতের সঠিক কারণ তিনি প্রকাশ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে যে, তাঁর বাম চোখে কর্নিয়ার অ্যাব্রেশন-এর চিকিৎসা করা হয়েছে।
জানা গিয়েছে, বাদশাহর প্রথম আঘাত পান তাঁর উত্তর আমেরিকা ট্যুরের শেষ পর্যায়ে। শেষ অনুষ্ঠানে পারফর্মেন্সের শুরুতেই কিছু একটা তাঁর চোখে চলে যায়, যা তাঁকে অস্বস্তিতে ফেলে। তবুও তিনি পুরো অনুষ্ঠান শেষ করেন।

সূত্রটি আরও জানিয়েছে, “যে ভারতীয় ডাক্তারকে তিনি দেখিয়েছেন, তিনি বুঝতে পেরেছিলেন কিছু সমস্যা আছে। পরে এটি কর্নিয়ার অ্যাব্রেশন ধরা পড়ে এবং তিনি নিয়মিত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসক তাঁকে পাঁচ দিন চোখে প্যাচ পরে রাখার পরামর্শ দিয়েছেন।”