গণেশচতুর্থীর বিসর্জনে ফের একবার ধরা পড়ল সলমনের আসল রূপ— পরিবারের সঙ্গে একেবারে মেতে ওঠা ‘দবাং’ তারকা সলমন খান। বৃহস্পতিবার বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার বাড়ির গণেশ বিসর্জনে হাজির হন বলিউড তারকা। প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করেই। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের বাকি সদস্যরাও।

 

বিসর্জনে ঢোলের তালে তালে নাচে মাতলেন ‘ভাইজান’। বৃহস্পতিবার দুপুরে অর্পিতা-আয়ুষের বাসভবন থেকে শুরু হয় গণপতি বিসর্জনের শোভাযাত্রা। সলমনকে দেখা যায় গায়ে হালকা রঙের শার্ট, চেনা কুল লুকে। চারপাশে কড়া নিরাপত্তার বেষ্টনী, তবুও ঢোল-তাশার তালে পা কাঁপাতে ভোলেননি তিনি। ভাইজান-এর সেই উচ্ছ্বাস দেখে ভিড় জমে যায় রাস্তার দু’পাশে।

 

সলমনের সঙ্গে সোনাক্ষীরও জমজমাট নাচ এবং জাহির ইকবালের এন্ট্রি চোখ কেড়েছে নেটপাড়ার। বিসর্জনের উৎসবে হাজির ছিলেন সলমনের দবাং ছবির সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী অভিনেতা জাহির ইকবাল। তাঁদেরকেও একসঙ্গে ঢোলের তালে নাচতে দেখা যায় ভাইজানের পাশে। উৎসবের আবহে বলিউডি গ্ল্যামারের রঙ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাগ্নে আহিলকে (অর্পিতা-আয়ুষের ছেলে) মজা করে টেনেটুনে বিসর্জনের নাচ করাচ্ছেন সলমন। আহিল অবশ্য সুযোগ পাওয়ামাত্রই ভিড় এড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই দৃশ্যেই মজে গেছে নেটপাড়া। কেউ লিখেছেন, “সলমন ভাই, তোমাকে ভালবাসি”, আবার কেউ বলেছেন, “ কী মিষ্টি ব্যাপারটা”। সলমনের বড় ভাইপো আরহান খান ও নির্বাণ খানকেও দেখা গেছে নাচের ভিড়ে মেতে উঠে পা দোলাতে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Manav Manglani (@manav.manglani)