খবর ছড়িয়েছিল, সাজিদ নাদিয়াদওয়ালা নাকি সলমন খানের সঙ্গে ‘তেরে নাম ২’ বানাতে চলেছেন! এমনকী, মূল ছবির প্রযোজকদের কাছ থেকে ‘তেরে নাম’-এর গল্পের স্বত্বের ও নামের অধিকার নেওয়ার কথাও নাকি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু, দিন গড়াতেই প্রকাশ্যে এল আসল সত্যি! তবে সূত্রের খবর, খবরটি একেবারেই মিথ্যে। সাজিদ নাদিয়াদওয়ালা কোনওভাবেই 'তেরে নাম ২'-এর সঙ্গে যুক্ত নন।

 

সূত্রের ভাষায়, “সাজিদ এমন প্রযোজক, যিনি নিজের ছবির ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে ভালবাসেন। অন্য কারও তৈরি ছবির অধিকার কেনার কোনও আগ্রহ তাঁর নেই। তাই এখন বা ভবিষ্যতে সালমান খানকে নিয়ে তেরে নাম ২ করার প্রশ্নই ওঠে না।”

 

২০০৩ সালের সালমান খানের কালজয়ী প্রেমের ছবি ‘তেরে নাম’ নিয়ে যদিও বহুদিন ধরেই সিক্যুয়েল তৈরির গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু, সূত্রের মতে,“চিত্রনাট্য ছাড়া সিক্যুয়েলের কোনও মানে হয় না। সাজিদ নাদিয়াদওয়ালা নাকি বলেছিলেন তাঁর ছেলের ডেবিউ ছবিটি  (শশাঙ্ক খৈতানের পরিচালনায়) তেরে নাম-এর মতোই গম্ভীর বিষয় নিয়ে। আর সেখান থেকেই কথা বিকৃত হয়ে ছড়িয়ে পড়েছে যে সাজিদ নাকি তেরে নাম -এর সিক্যুয়েল তৈরি করছেন!”

 

তবে সাজিদের মতে, তেরে নাম এমন এক ক্লাসিক প্রেমের গল্প, যা স্পর্শ না করাই শ্রেয় -“এটা এমন এক ভালবাসার গল্প যা চিরকাল অমলিন থাকবে। আমি সলমনের সঙ্গে আবারও কাজ করব, সেটা কিক ২হোক বা অন্য কিছু। কিন্তু তার সঙ্গে তেরে নাম-এর কোনও সম্পর্ক নেই।”

 

এখন সাজিদ ব্যস্ত তাঁর প্রযোজনার একগুচ্ছ ছবি নিয়ে,  যার মধ্যে রয়েছে ‘ও রোমিও’ এবং তাঁর পুত্রের ডেবিউ ফিল্ম।