বলিউডের ইতিহাসে ‘শোলে’ শুধু এক জনপ্রিয় ছবি নয়— এক কালজয়ী ছবি। চলতি বছর ছবির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এবার শুটিং সেটের এক অবিশ্বাস্য ঘটনা শেয়ার করলেন প্রযোজক-অভিনেতা-পরিচালক সচিন পিলগাঁওকর। শোলে-তে স্বল্প পরিসরের যাঁর অভিনয় আজও দর্শকের মুখে মুখে ফেরে। ছবিতে সচিন অভিনয় করেছিলেন রহিম চাচার ছেলের চরিত্রে, যাকে গব্বর সিং হত্যা করে।

সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে সচিন জানালেন— “ ‘শোলে’ ছবির সেটে কোনও ভ্যানিটি ভ্যান ছিল না। কিন্তু ভ্যানিটি ভ্যানের ‘বাপ’ ছিল! ছবিতে রামগড় নামে যে গ্রাম দেখেছেন, সেটা কিন্তু মোটেই আসল গ্রাম নয়, পুরোটাই ছিল তৈরি করা! অর্থাৎ সেট। বাইরে থেকে দেখে মনে হত কুঁড়েঘর, ভেতরে কিন্তু পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশনড। ছিল সব ঝকঝকে সাজঘরও।”

 

‘পাঁচ তারা হোটেলের সব সুবিধা ছিল প্রতিটা কুঁড়েঘরে’ বললেন সচিন। তাঁর কথায়, প্রতিটি কুঁড়েঘরের ভেতরে ছিল বাথরুম, প্রয়োজনীয় আসবাবপত্র আর পাঁচতারা হোটেলের মতো সব সুবিধা। “আমাকেও একটি কুঁড়েঘর দেওয়া হয়েছিল মেকআপ রুম হিসেবে। তখন ভীষণ আনন্দ হয়েছিল,” বলেন তিনি। মজার ব্যাপার— গ্রাম লুটের সময় ডাকাতদের আক্রমণের দৃশ্যেও এই কুঁড়েঘরগুলো ব্যবহার করা হয়েছিল।

 

সমালোচকমহলের মতে, ভারতীয় সিনেমার চিরসবুজ মাইলস্টোন শোলে। ১৯৭৫ সালের শোলে— সেলিম-জাভেদ রচিত এই ওয়েস্টার্ন-স্প্যাগেটি ধাঁচের অ্যাকশন ড্রামা আজও দর্শকের প্রিয়। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আমজাদ খান, সঞ্জীব কুমার, এ. কে. হাঙ্গাল, সচিন ও হেমা মালিনী ছিলেন মুখ্য ভূমিকায়। মুক্তির পর শোলে ভারতীয় সিনেমার দীর্ঘতম চলা ছবিগুলোর একটি হয়ে ওঠে। ২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সমীক্ষায় এটি ছিল “সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির” তালিকার একেবারে শীর্ষে।


১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ছবি শোলে। সালিম-জাভেদ রচিত এই ওয়েস্টার্ন-স্প্যাগেটি ধাঁচের অ্যাকশন ড্রামা পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ খান, হেমা মালিনী, জয়া বচ্চন, সঞ্জীব কুমার প্রমুখের অনবদ্য অভিনয়, আর ডাকা-সাহসিকতার কাহিনি মিলিয়ে এই ছবি তৈরি করেছিল এক অমর মাইলস্টোন।

 

গব্বর সিংয়ের ভয়ঙ্কর সংলাপ থেকে শুরু করে জয়-ভীরুর বন্ধুত্ব— সবই আজও পপ কালচারের অংশ। ছবিটি মুক্তির পর একটানা পাঁচ বছর চলেছিল প্রেক্ষাগৃহে, যা ভারতীয় সিনেমায় বিরল নজির। ২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সমীক্ষায় শোলে শীর্ষস্থান দখল করে “সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবি”-র তালিকায়।

 

অর্ধশতাব্দী পেরিয়েও শোলে রয়ে গেছে সেই একই আবেগ আর উত্তেজনা নিয়ে— বলিউডের চিরকালীন ‘ব্লকবাস্টার’।