শোনা যাচ্ছিল, পরিচালক রাজামৌলি দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু এবার জানা গেল—প্রকল্পটা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে!
এস. এস. রাজামৌলির প্রযোজনায়, নীতিন কক্করের পরিচালনায় ‘মেড ইন ইন্ডিয়া’ নামে দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। গুঞ্জন উঠেছিল—এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআর কিংবা প্রভাসকে। কিন্তু এখন শোনা যাচ্ছে , ছবির শুটিং নাকি আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।
সূত্রের খবর, শুরুতে জুনিয়র এনটিআর-ই ছিলেন এই ছবির প্রথম পছন্দ। কিন্তু শিডিউল জটিলতায় তাঁকে সরিয়ে নেওয়ার পর প্রভাসের সঙ্গে কথা এগোয়। কিন্তু তিনিও ব্যস্ত একাধিক বড় প্রজেক্টে, ফলে ‘মেড ইন ইন্ডিয়া’-র শুটিং শুরু হওয়ার সম্ভাবনা এখন অনিশ্চিত।
ইন্ডাস্ট্রির অন্দরে জোর খবর, প্রভাস চলতি বছর জুড়ে ব্যস্ত থাকবেন সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’-এর শুটিংয়ে, এরপর শুরু করবেন নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’। সেই সঙ্গে হাতে আছে ‘দ্য রাজা সাব’—মারুতি পরিচালিত এই হরর-কমেডি রোমান্টিক অ্যাকশন ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গল ও সংক্ৰান্তির উৎসবের আবহে।
এই ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। আছেন সঞ্জয় দত্ত, জারিনা ওয়াহাব ও বোমান ইরানির মতো তারকারা। গল্প আবর্তিত হবে এক যুবককে কেন্দ্র করে, যে আর্থিক সমস্যার কারণে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চায়, কিন্তু পরে সেই বাড়ির মধ্যে বাস করা ভয়ঙ্কর এক প্রেতাত্মা তার জীবন ওলটপালট করে দেয়।
এদিকে, পরিচালক নীতিন কক্করও বসে নেই—তিনি এখন মন দিয়েছেন ‘আওয়ারাপন ২’-এর দিকে, যেখানে মুখ্য ভূমিকায় ইমরান হাশমি। ফলে 'মেড ইন ইন্ডিয়া'-র কাজ কার্যত স্থগিত।
অন্যদিকে, দাদাসাহেব ফালকের জীবনী নিয়েই আবারও মাঠে নামছেন আমির খান ও রাজকুমার হিরানি—তাঁদের সেই যৌথ প্রজেক্ট নিয়েও বলিউডে জন্মেছে তীব্র কৌতূহল।
প্রভাস বর্তমানে কাজ করছেন যে ছবিতে, তার অস্থায়ী নাম ‘ফৌজি’।
আর জুনিয়র এনটিআর এখন ব্যস্ত প্রাশান্ত নীলের পরিচালনায় তৈরি হওয়া ম্যাস অ্যাকশন এন্টারটেইনার ‘ড্র্যাগন’-এর শুটিংয়ে। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রুক্মিণী বসন্ত ও টোভিনো থমাসকে।
