সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

সতীনের মেয়েকে মারার হুমকি 'অনুপমা'র?

 

 

হিন্দি ধারাবাহিক 'অনুপমা'য় নাম ভূমিকায় অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়। দর্শকের থেকে পেয়েছেন বিপুল পরিচিতি। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর স্বামীর প্রথম পক্ষের ছোটমেয়ে এষা বর্মার একটি পোস্ট। ২০২০ সালে এষা লেখেন,"কেউ কি রূপালি গঙ্গোপাধ্যায়ের আসল গল্প জানেন? ওঁর সঙ্গে অশ্বিন কে ভার্মার গত ১২ বছর ধরে প্রেম। উনি তখন বিবাহিত, দুটো মেয়েও আছে। ওই নিষ্ঠুর মনের মহিলা সবসময়ই চেষ্টা করে গিয়েছে আমায় আর আমার বোনকে বাবার থেকে দূরে রাখতে। আমায় আমার মাকে মারার হুমকি দেন।" যদিও এই বিষয়ে রূপালি কোনও মন্তব্য না করলেও তাঁর স্বামী জানান, ছোটমেয়ে সেই সময় বাবা-মার বিচ্ছেদ মেনে নিতে পারেনি বলে এমনটা করেছিলেন।

 

 

জুটিতে করিনা-পৃথ্বীরাজ

 

 

মেঘনা গুলজারের পরিচালনায় জুটি বাঁধার কথা ছিল আয়ুষ্মান খুরানা ও করিনা কাপুরের। ছবি নিয়ে করিনা ও আয়ুষ্মানের সঙ্গে কথাবার্তাও চলছিল মেঘনার। কিন্তু শুটিং ডেট না মেলায়, ছবি থেকে সরে আসেন আয়ুষ্মান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই চরিত্রে দেখা যেতে পারে পৃথ্বীরাজ সুকমারণকে। আপাতভাবে ছবির নাম ঠিক হয়েছে 'ডায়রা'। ২০১৯ সালের ভয়াবহ হায়দরাবাদ ধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি হবে সিনেমাটি। 

 

 

'গদর ৩'-এ সানির সঙ্গে নানা পাটেকার?

 

 

'গদর ২'-এর সাফল্যের পর ফের এর সিক্যুয়েল নিয়ে জল্পনা চলছে বলিপাড়ায়। পরিচালক অনিল শর্মা এই প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, তিনি পরিকল্পনা করছেন। এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে এই ছবিতে সানি দেওলের সঙ্গে তিনি নানা পাটেকারকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আনতে চান বলেও জানিয়েছেন। তাঁর কথায়, "পরিকল্পনা চলছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে নানা স্যর ছবিতে কাজ করতে পারেন।"