বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। তবে এবার গেল। তবে তা মাত্র কয়েক পশলা মুহূর্তের জন্যেই। মাত্র একদিনের জন্য কলকাতায় হাজির হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মূলত এসেছিলেন একটি বিশেষ কালীপুজোর উদ্বোধনের জন্য। তবে এই মুহূর্তে নেটিজেনদের নজর পড়েছে তাঁর অবস্থান নিয়ে।

 

দেবের ২০ বছরের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সকল নায়িকাকে দেখা গেলেও রুক্মিণী ছিলেন না। দেব জানিয়েছিলেন, মুম্বইতে থাকার কারণে আসতে পারেননি রুক্মিণী। তবুও, সকলের প্রশ্ন, সবচেয়ে কাছের মানুষের বিশেষ দিনে কেন পাশে থাকলেন না রুক্মিণী? এমনকী, সামাজিক মাধ্যমে এই বিষয়ে কোনও পোস্টও দেখা যায়নি অভিনেত্রীর । ‘রঘু ডাকাত’-এর প্রিমিয়ার বা দুবাই সফরেও দেবের পাশে ছিলেন না অভিনেত্রী। স্বাভাবিকভাবেই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে তাই নানান জল্পনা উঠেছে।

 

 

অবশেষে কলকাতায় হাজির হয়ে রুক্মিণী হাসিমুখে এই প্রশ্নের জবাব দিলেন, “আমি জানি প্রশ্ন উঠছে। আমি কলকাতায় ছিলাম না, শুটিংয়ের জন্য মুম্বইতে ছিলাম। আজকেই এসেছি কলকাতায় এবং কালকেই ফিরে যেতে হবে। কারণ আমার ভাইজি আমাইরার জন্মদিন, দিল্লিতে গিয়ে তার জন্মদিন উদযাপন করব। তবে দীপাবলি মানে খুশির দিন, কাছের মানুষদের সঙ্গে কাটাব। তাই আজকের দিনটা তাদের সঙ্গে কাটাব ভেবেছি।”

 

দেবের বিশেষ দিন বা ‘রঘু ডাকাত’-এর অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন? এই প্রশ্নের উত্তরে রুক্মিণী হাসিমুখে যোগ করলেন, "যারা আমাকে খুঁজছেন, তাদের বলব—'খুঁজতে থাকুন, খুঁজতে থাকুন।"

অর্থাৎ, সরাসরি উত্তর না দিলেও অভিনেত্রী বোঝালেন, কাজের কারণে দূরে ছিলেন। তবে একদিনের জন্য এসে দেবের সঙ্গে সময় কাটাবেন কি না, সে কথাও খোলাসা করেননি। অতীতেও দেব-রুক্মিণীর বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও, তারা আবার একসঙ্গে দেখা গিয়েছে। এবার কি সত্যিই সময়ের অভাব নাকি মনের দূরত্ব বাড়েছে -সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কালীপুজোর সময় সবাইকে রুক্মিণীর একটাই অনুরোধ, “উৎসবের আনন্দ উপভোগ করুন, কিন্তু রাস্তার বয়স্ক মানুষ, শিশু এবং গর্ভবতী মহিলাদের কথা ভেবে শব্দবাজি করুন।”

 

মঞ্চ থেকে তিনি আরও জানান, “এই মুহূর্তে কাজের জন্য কলকাতা থেকে দূরে থাকতে হচ্ছে। তবে আমি বাংলার মেয়ে এবং সারাজীবন বাংলাতেই কাজ করব।”