নিজস্ব সংবাদদাতা: অভিনয় থেকে রাজনীতির ময়দানে দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁর করা নানা মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। 

 

 

এবার নিজের নতুন কাজের সন্ধান দিলেন রুদ্রনীল। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করেন তিনি। তার ক্যাপশনে লেখা "আর্ট মানে শিল্প। ইন্ডাস্ট্রি মানেও শিল্প।আসছে।"

ক্যাপশনের প্রথমার্ধ সহজে বোধগম্য হলেও শেষ অংশে কিছু প্রশ্ন থেকে যায়। কী আসছে? নতুন সিনেমা ? নতুন নাটক ? নাকি অন্য কিছু ?

 

রহস্যময় এই পোস্টটিকে নিয়ে অভিনেতা জানান, তিনি সম্প্রতি একটি ইন্ডিপেন্ডেন্ট বাংলা সিনেমায় কাজ করেছেন এবং এই পোস্টটি সেই সিনেমাকে কেন্দ্র করেই। 

 

 

তবে একাডেমি অফ ফাইন আর্টস এর সঙ্গে সেই সিনেমার কী সম্পর্ক সেই রহস্যের খোলসা করতে এখন নারাজ অভিনেতা। তিনি জানান কিছুদিনের মধ্যেই এই ছবির নাম এবং তার সঙ্গে সহ অভিনেতাদের নামও প্রকাশ্যে আসবে।

 

 

এই বিষয়ে ছবির পরিচালক জয়ব্রত দাশ জানান, এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার। পরিচালক হিসাবে এটাই তাঁর প্রথম কাজ। তাই ছবি ঘিরে বেশ উত্তেজিত তিনিও। এখনই এই ছবির বিষয়ে বেশিকিছু বলতে পারবেন না বলে জানান তিনি। তবে দর্শকের পছন্দকে গুরুত্ব দিয়েই গল্পে রহস্য এবং ভরপুর অ্যাকশনের ছোঁয়া রেখেছেন জয়ব্রত। রুদ্রনীল ঘোষকেও বহুদিন পর এইরকম একটি কাজে দেখবেন দর্শক। তাঁর চরিত্রটির মধ্যেও রয়েছে দারুণ চমক। জানালেন পরিচালক।