নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। গত বছরের শুরুতে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তাঁরা। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে তাঁদের প্রেমের শুরু। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে না বললেও খুব বেশিদিন লুকোছাপা করেননি যুগল। কয়েকদিন আগেই বাগদান পর্ব সেরেছেন রুবেল-শ্বেতা। ১৫ ডিসেম্বর রীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে। শ্বেতা-রুবেল একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। এদিন নায়িকা বেছে নিয়েছিলেন নীল রেশম শাড়ি, তাতে সোনালি বুটি। সঙ্গে সোনার গয়না। একই রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছিলেন রুবেল। আর এবার শীঘ্রই চার হাত এক করবেন টলিপাড়ার এই জুটি। 

দুই পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল-শ্বেতা। আগামী ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। দু’জনেই এখন অপেক্ষায় সেই বিশেষ দিনের। হাজার ব্যস্ততার মধ্যেও শহর থেকে দূরে প্রি-ওয়েডিং শ্যুট সেরে ফেলেছেন তারকা জুটি। ইতিমধ্যেই সামনে এসেছে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড। লাল রঙের কার্ডে লেখা রয়েছে 'বিয়ের গল্প কথা'।  

এবার আইবুড়োভাত খেতেও দেখা গেল রুবেল-শ্বেতাকে। সমাজ মাধ্যমে ছড়িয়েছে তাঁদের শুভ মুহূর্তের ভিডিও। ভিডিওর শুরুতেই মজার ছলে মাছের মুড়ো দিয়ে শ্বেতাকে বরণ করেন রুবেল। পোলাও, সাদা ভাত, পাঁচ ভাজা, মাছ-মাংস থেকে শেষ পাতে মুখমিষ্টির জন্য পায়েস, কেক ছিল আইবুড়োভাতের পাতে। দু'জনের মাথায় টোপর পরিয়ে দেন তাঁদের বন্ধুরা। মূলত বন্ধুদের  উদ্যোগেই এই আমন্ত্রণ পেয়েছিলেন শ্বেতা-রুবেল। এই শুরু। বিয়ের আগের পর্যন্ত চলবে প্রলম্বিত নিমন্ত্রণ পর্ব।


সামনেই বিশেষ দিন, আজকাল ডট ইনকে হবু বর রুবেল বলেন, "প্রেমিকা থেকে স্ত্রী হবে শ্বেতা। দায়িত্ব বাড়বে দু'জনেরই। একটু টেনশন হচ্ছে ঠিকই। বিয়ের মতো বড় অনুষ্ঠান আমরা নিজেরাই সামলাচ্ছি,সঙ্গে শুটিংয়ের চাপ। সব মিলিয়ে একটু নার্ভাস।"