‘চিরসখা’ ধারাবাহিকে শোকের আবহ। বিয়ের মণ্ডপে পৌঁছনোর আগেই চরম পদক্ষেপ প্লুটোর। নিজেকে শেষ করে দিয়ে মানসিক যন্ত্রণা থেকে মুক্তির পথ বেছে নেয় সে। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে যায় মৌয়ের স্বপ্ন। বধূবেশে অপেক্ষা করে সে যখন ভবিষ্যতের স্বপ্ন বুনছে, ঠিক তখনই মৃত্যুর কোলে নিঃশব্দে ঢলে পড়েছে তার হবু বর।
কেন আত্মহননের পথ বাছল প্লুটো?
আগাগোড়াই মিঠিকে ভালবেসেছে প্লুটো। মিঠিও চেয়েছিল সেই ভালবাসা ফিরিয়ে দিতে। কিন্তু পরিস্থিতি তা হতে দেয়নি। দু’জনের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় মৌ। মিঠির তুতো বোন। প্লুটোকে সে যত না ভালবেসেছে, তার থেকে অনেক বেশি বোনের প্রতি ঈর্ষায় তাকে পেতে চেয়েছে। মিঠির সঙ্গে যেন এক অঘোষিত প্রতিযোগিতা মৌয়ের। আর সেই প্রতিযোগিতা জিতে নেওয়ার ‘পুরস্কার’ প্লুটো।
ধারাবাহিকে প্লুটোর মৃত্যুর কারণ হিসাবে তার মাকে যেমন দায়ী করা হচ্ছে, ঠিক তেমনই মৌকেও কাঠগড়ায় তুলছে দর্শকদের একাংশ। পর্দায় করা চরিত্রকে সমর্থন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। তিনি লেখেন, ‘মৌ চরিত্রটি সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি ঠিক বলতে পারব না সে ভুল করছে কি না। কারণ মনে করা হয়, প্রেম আর যুদ্ধে সব কিছুই বৈধ। যাঁরা তাকে স্বার্থপর, নিষ্ঠুর বা বিরক্তিকর মনে করেন, তাঁরা ওর শৈশব, বড় হওয়ার পরিবেশ, মানসিক চাপ, আর সবচেয়ে বড় কথা, পরিবারের উদাসীনতা বোঝেনি নি—সেই পরিবার, যারা মৌ যেমন, তাকে ঠিক তেমন ভাবেই কখনও গ্রহণ করেনি। এটাই অনেক পরিবারের বাস্তবতা—যেখানে ছোটখাটো প্রশংসা সন্তানকে নষ্ট করবে বলে ভয়, আর একে অপরের সঙ্গে তুলনাই মূলমন্ত্র! চলুন আমরা সেই চূড়ান্ত ইদুর দৌড়ে এড়িয়ে যাই। নিজের জীবন, নিজের পথ তৈরি করি। জীবন প্রতিযোগিতা নয়, এটি শিক্ষা—এটাই মিঠি-প্লুটো-মৌয়ের ত্রিকোণ প্রেম বোঝাতে চেয়েছিল। ধন্যবাদ লীনা গঙ্গোপাধ্যায় ম্যাডাম এই চরিত্রের জন্য। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া সত্যিই আশীর্বাদ।’
রোশনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ধারাবাহিকে মৌয়ের চরিত্রে তিনি যে ভাবে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাতে মুগ্ধ অনেকেই। কেউ কেউ আবার বলছেন, পর্দায় মৌ এলেই রাগ এবং ঘৃণার উদ্রেক হয়। আর সেখানেই রোশনি অভিনেত্রী হিসাবে সফল।
‘চিরসখা’ ছকভাঙা গল্প শুরু থেকেই দর্শকের মন জয় করেছে। কমলিনী-স্বতন্ত্রর রসায়ন, পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের ওঠানামা, এসব কিছুই পর্দায় বিশ্বাসযোগ্য। পাশাপাশি সমান গুরুত্ব পেয়েছে অন্যান্য চরিত্ররাও। তাই প্লুটো-মৌ-মিঠির বিপর্যয়ে একই ভাবে ব্যথিত ধারাবাহিকের অনুরাগীরা। চলতি সপ্তাহে টিআরপি তালিতায় দ্বিতীয় স্থান পেয়েছে এটি।
