সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কন্যা সন্তানের মা হবেন জ্যাকলিন!
কারাবন্দি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। সেখান থেকেই প্রেমিকার জন্য নানা উপহার পাঠাতে দেখা যায় তাঁকে। এবার অভিনেত্রীকে ইস্টার উপলক্ষ্যে দিলেন এক অভিনব উপহার। সদ্য মা কিম ফার্নান্ডেজকে হারিয়েছেন জ্যাকলিন। তাই প্রেমিকার মায়ের স্মৃতিকে জীবিত রাখতে বালিতে একটি ফুলের বাগান উৎসর্গ করেছেন সুকেশ। এবং জ্যাকলিনকে একটি চিঠিতে সান্তনা দিয়ে জানিয়েছেন যে, অভিনেত্রীর মা তাঁদের কন্যা সন্তানের রূপে আবারও পৃথিবীতে আসবেন।
মেজাজ হারালেন হবু বাবা সিদ্ধার্থ
আর কিছুদিনের মধ্যেই প্রথম সন্তান আসবে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে।
বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখানেই গাড়ির ভিতর একা মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। সম্ভবত, অসুস্থ বোধ করছিলেন। তবে সেসবের তোয়াক্কা না করেই পাপারাজ্জিরা প্রায় ছেঁকে ধরেন অভিনেত্রীকে। এমন পরিস্থিতি দেখে চটে লাল হয়ে যান সিদ্ধার্থ মালহোত্রা। আর সেখানেই পাপারাজ্জিদের তুলোধনা করতে দেখা যায় সিদ্ধার্থকে। কড়া ধমক দিয়ে বলেন, "যান, পিছনে সরে যান। আপনাদের ব্যবহার ঠিক করুন।" সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।
প্রসারিত হচ্ছে রোহিতের 'কপ ইউনিভার্স'
পরিচালক রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স'-এর যাত্রা আরও প্রসারিত হচ্ছে। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন তিনি রণবীর সিং-এর সঙ্গে 'সিম্বা ২'-এর পরিকল্পনা করছেন। সেই সঙ্গে অক্ষয় কুমারকে নিয়ে 'সুর্যবংশী'র পরবর্তী ভাগ আনতে চলেছেন। সঙ্গে এও রোহিত জানিয়েছেন যে, আরও নাম যোগ হতে চলেছে তাঁর 'কপ ইউনিভার্স'-এর সঙ্গে।
