নিজস্ব সংবাদদাতা: প্রেমের সরলতার মধ্যে এখন ঢুকে পড়েছে বহু অজানা সংজ্ঞা। তাই হারিয়ে যেতে বসেছে নিঃস্বার্থ প্রেম কাহিনি। এবার বসন্তের আমেজে প্রেমের গল্পে দর্শকের মন রাঙাবেন রোহন ভট্টাচার্য ও ঋত্বিকা সেন।
এই প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন রোহন-ঋত্বিকা। ছবির নাম 'এ মন তোকে দিলাম।' পরিচালনায় কঙ্কন ভট্টাচার্য। গল্পে দু'জনের প্রেমের রাস্তা একেবারেই সহজ নয়। বহু বাধা পেরিয়ে, ভুল বোঝাবুঝি সরিয়ে একে অপরের হাত ধরবেন তাঁরা। ছবিতে মিষ্টি প্রেম ছাড়াও থাকবে ভরপুর অ্যাকশন। সেই সঙ্গে গল্পের মোড়ে থাকবে দারুণ চমক।
ছবিতে রোহন-ঋত্বিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, বলিউডের পরিচিত মুখ মধুমিতা গুপ্তকে। সূত্রের খবর, চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ছবির শুটিং।
রোহন ও ঋত্বিকার অভিনয়ের যাত্রা টলিউডে শুরু হলেও দু'জনেই কাজ করেছেন বলিউডেও। এমনকী দক্ষিণী ছবির জগতেও দেখা গিয়েছে ঋত্বিকাকে। এখন দেখার, প্রথমবার পর্দায় রোহন-ঋত্বিকার জুটির রসায়ন কতটা জমবে?
