আজকাল ওয়েব ডেস্ক: রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান ২’–এর চিত্রনাট্য এখনও পুরোপুরি তৈরি হয়নি। আর তাতেই মাথায় হাত ফ্যানদের। কেউ বলছেন, “এত দেরি কেন?”, কেউ বা ভাবছেন ছবিটা আদৌ হবে তো? এবার এই চাপাচাপিতে সরাসরি জবাব দিলেন ডিসি স্টুডিওজ়-এর সহ-প্রধান জেমস গান। ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে চলতে থাকা অতিরিক্ত চাপ ও ভক্তদের উৎকণ্ঠার প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন— ‘দ্য ব্যাটম্যান ২’-এর চিত্রনাট্য এখনও তিনি হাতে না পেলেও এ ছবি নিয়ে তিনি আশাবাদী, এবং পরিচালক ম্যাট রিভস-কে পূর্ণ স্বাধীনতা দেওয়াই শ্রেয়।

 

এক সাক্ষাৎকারে গান রীতিমতো ক্ষুব্ধ কণ্ঠে বলেন— “ম্যাটের গলায় চেপে বসবেন না। দয়া করে ওখান থেকে নামুন! ওর নিজের সময়ে ও লিখবে। ওর তৈরি একটা ছবি আপনাদের ভাল লেগেছে মানেই ও আপনাদের কিছু দিতে বাধ্য নয়!” গান আরও জানিয়েছেন, ম্যাট রিভস ‘দ্য ব্যাটম্যান ২’-এর চিত্রনাট্য জমা দেবেন জুনের মধ্যেই। আর তার পরই শুরু হবে শুটিং—২০২৫ সালের মধ্যে।রবার্ট প্যাটিনসন থাকছেন আগের মতোই ব্যাটম্যানের চরিত্রে। ম্যাট রিভস নিজেও জানিয়েছেন, “এই বছরই এ ছবির জন্য ক্যামেরা চালু  হবে।”

 

উল্লেখ্য, জেমস গান নিজে নতুন করে গড়ছেন ডিসি ইউনিভার্স, যার সূচনা হবে তাঁর ‘সুপারম্যান’ ছবি দিয়ে। কিন্তু ম্যাট রিভসের ‘ব্যাটম্যান এপিক ক্রাইম সাগা’—এটা একেবারেই ভিন্ন ধারার গল্প। এই ইউনিভার্সে রয়েছে: দ্য ব্যাটম্যান (২০২২), এইচবিও-র স্পিন-অফ সিরিজ ‘দ্য পেঙ্গুইন’ এবং আসন্ন ‘দ্য ব্যাটম্যান ২’। 

 

নিজের কথাশেষে জেমস গান যা বললেন স্পষ্টভাবে, তা হল —“ম্যাট রিভস এই প্রজেক্ট নিয়ে দারুণ উত্তেজিত। ও নিজের মতো করে লিখছে, চাপ নয়—সময় দরকার। ও চাপকে পাত্তা দেয় না। আমিও যথেষ্ট উত্তেজিত এই ছবি নিয়ে ।”

 

তিনি আরও জানান, ভাল সিনেমা তৈরিতে সময় লাগে। ব্যাটম্যান-অনুরাগীদের উচিত ধৈর্য ধরা।