নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কথা'। এই পরিবারের অন্যতম পছন্দের সদস্য অঙ্কিত অর্থাৎ আক্কি। কিন্তু বেশ কিছুদিন ধরে এই চরিত্রকে দেখা যাচ্ছে না আর গল্পে। এই চরিত্রে অভিনয় করছিলেন রব দে।

 

 

 

ধারাবাহিকে দেখা যাচ্ছে, হঠাৎ করে গুহ পরিবার ছেড়ে বেরিয়ে গেছে আক্কি। কারণ হিসাবে ফোনে সে জানিয়েছে রিসার্চের জন্য তাকে বাইরে যেতে হয়েছে এবং জুনির থেকে দূরত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সে। তবে বাস্তবে একটি বিশেষ কারণে এই ধারাবাহিকে কিছুদিন দেখানো হচ্ছে না রবকে। শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে রয়েছেন অভিনেতা। 

 

 

সূত্রের খবর, জন্ডিসে আক্রান্ত রব। এতটাই অসুস্থ তিনি যে বাড়িতে থাকতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে রয়েছেন রব। তাই গল্পে এই মুহূর্তে দেখা যাচ্ছে না অভিনেতাকে। এখন বেশ জমজমাট পর্ব দেখা যাচ্ছে। এভি তার মাকে খুঁজে পেয়েছে। ধারাবাহিকের দেখানো হচ্ছে পরিবারের সকলেই খুব মিস করছেন আক্কিকে। এমনকী প্রথমবার তাকে ছাড়া পুজো কাটাচ্ছে গুহ পরিবার।

 

 

 

বাস্তবেও কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে। আক্কি ও জুনির বিয়ে নিয়ে গল্পের নতুন ট্র্যাক আসলেও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ার কারণে তাদের দেখানো হচ্ছে না সেইভাবে। সম্ভবত আরও বেশ কিছুদিন রবকে ধারাবাহিকে দেখতে পাবেন না দর্শক। সুস্থ হয়ে শীঘ্রই শুটিংয়ের ফিরুক রব, সেই প্রার্থনাই করছেন তাঁর অনুরাগীরা।