বাংলা ওয়েব দুনিয়ায় ফের হাজির হচ্ছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তাঁর হাত ধরে আসছে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কোরমা’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজটির পোস্টার, আর সেই পোস্টারেই পুলিশের উর্দিতে নজর কেড়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিরিজের অন্যান্য কাস্ট এখনও গোপন রাখা হয়েছে। তবে খবর, ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী-কে। তবে এ ছবি কোনও রম-কম অথবা পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে নয়। নিখাদ মার্ডার মিস্ট্রি। ‘কার্মা কোরমা’র পোস্টারে ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পাশাপাশি ঋত্বিক জানিয়েছেন এ সিরিজে তাঁর চরিত্রের নাম ভূপেন ভাদুড়ী।   

এই সিরিজে কোনও কোনও জায়গায় মজার সূক্ষ্ম ছোঁয়া থাকলেও, তাতে অন্ধকারের তীব্রতাটাই বেশি ফুটে উঠবে বলে খবর।  জানা গিয়েছে, একটি খুনের তদন্তের সমাধান করতে গিয়েই সোহিনী ও ঋতাভরীর সঙ্গে পরিচয় শুরু হবে ঋত্বিকের। 

রবিবার, মুক্তি পেয়েছে সিরিজের পোস্টার। পোস্টারে পুলিশের উর্দিতে ঋত্বিককে দেখা যাচ্ছে রহস্যময় আবহে, তীব্র চোখে তাকিয়ে আছেন দর্শকের দিকে—যেন লুকিয়ে আছে অজানা কোনও গল্প। নাম থেকেই বোঝা যাচ্ছে, এই সিরিজে থাকছে কর্মফল আর জীবনের দ্বন্দ্ব নিয়ে টানটান কাহিনি। 

 

 

প্রতিম ডি গুপ্ত আগেও তাঁর কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে, তিনি সমসাময়িক সমাজের গল্পকে একেবারে নতুন ভঙ্গিতে বলতে জানেন। এবারও দর্শকরা আশা করছেন, ‘কার্মা কোরমা’ নিয়ে আসবে চমকপ্রদ এক কাহিনি, যেখানে থ্রিল, টানটান রহস্য আর জীবনের দর্শন একসঙ্গে মিশে যাবে। 

উল্লেখ্য, ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, এই সিরিজে ঋত্বিক-সোহিনী-ঋতাভরীর পাশাপাশি জনপ্রিয় আরও কিছু মুখ দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ হতেই নেটিজেনরা বলছেন—“এবারও অন্যরকম কিছু আসছে!” 

 

 

এমনিতেই বিভিন্ন ঘরানার ছবি নিয়ে কাজ করতে সমান স্বচ্ছন্দ প্রতিম ডি গুপ্ত। পাঁচ অধ্যায় দিয়ে বাংলা ছবিতে হাতেখড়ি হয় তাঁর। এর পর ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’ থেকে সাম্প্রতিক ‘চালচিত্র - দ্য ফ্রেম ফ্যাটল’, একের পর এক ছবিতে দর্শকের মন কেড়েছেন পরিচালক। তবে ওয়েব সিরিজ এই প্রথম। ওটিটি মাধ্যমে পরিচালকের প্রথম সিরিজ হলেও, বিষয়টি কিন্তু তাঁর কাছে নতুন নয়। ২০১৬ সালের ‘সাহেব বিবি গোলাম’ প্রথম মূলধারার বাংলা ছবি যা নেটফ্লিক্স-এ অন্তর্ভুক্ত হয়। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রতিমের হিন্দি ওয়েব সিরিজ ‘টুথ পরি’।

 

প্রশংসিত হয়েছিল প্রতিম ডি গুপ্তর শেষ ছবি ‘চালচিত্র’।‌ ছবিতে অভিনয় করেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রনীল বসু। ‘চালচিত্র’-র মাধ্যমেই টলিপাড়ার পা রাখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।‌ একই কথা প্রযোজ্য সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করা অভিনেতা শান্তনু মাহেশ্বরীর ক্ষেত্রেও। তাঁরও প্রথম বাংলা ছবি ছিল এটি।