টলিউডে ফের বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। প্রকাশিত হল তাঁর নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর ট্রেলার। সাধারণ মানুষের প্রতিদিনের লোকাল ট্রেনে যাতায়াত, সংগ্রাম, মধ্যবিত্তের আবেগ আর গৃহকর্মীদের বাস্তব জীবন-সব মিলিয়ে এক বহুমাত্রিক গল্পের আভাস মিলেছে এই ট্রেলারে।
তিন ভিন্ন পরিবার আর তিন রকম টানাপড়েন। শহরে টিকে থাকার লড়াই, সম্পর্কের নীরব ফাটল, আর হাজার প্রতিবন্ধকতার মধ্যেও জীবনের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব—সবকিছুই যেন ট্রেলার জুড়ে সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। লোকাল ট্রেনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের ছোট ছোট গল্পগুলো এক সুতোয় গাঁথা হয়েছে। চরিত্রের গভীরতা বাড়াতে পরিচালক বেছে নিয়েছেন টলিউডের তাবড় অভিনেতাদের।
ট্রেলারের প্রথমেই দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের দাম্পত্যের গল্প। সেখানে অভিনেতা অসুস্থ হওয়ার ফলে বাড়িতে গৃহকর্মী হিসেবে আসেন পাওলি দাম। অন্যদিকে, দ্বিতীয় দম্পতি হিসেবে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সঙ্গীতা সিনহা। নিজেদের ফ্যামিলি প্ল্যানিং করতে ব্যস্ত এই দম্পতি। সেই বাড়িতে পরিচারিকা হিসেবে ধরা দেন চান্দ্রেয়ী ঘোষ। আর এক্কেবারে নতুন প্রজন্মের আধুনিক দম্পতি জন ভট্টাচার্য ও রাজনন্দিনী পাল। যারা ঘরের সমস্ত কাজের জন্য একজন গৃহকর্মী খুঁজেছেন। তাঁদের পরিচারিকার ভূমিকায় দেখা দেন সায়নী ঘোষ। গ্রামের সারল্যে জীবন থেকে লক্ষীকান্তপুর লোকালে করে এসে কীভাবে শহুরে জীবনের সঙ্গে জড়িয়ে পড়বেন এই তিন গৃহকর্মী? তা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন রামকমল মুখোপাধ্যায়।
কয়েক মিনিটের ট্রেলারে ঋতুপর্ণা সেনগুপ্তের আবেগপ্রবণ, নজকাড়া উপস্থিতি মন ছুঁয়ে গিয়েছে। টান টান উত্তেজনায় ভরা পারিবারিক পরিস্থিতিতে ধরা দেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পাওলি দাম তাঁর পরিচিত গাম্ভীর্য ও স্বাভাবিক দক্ষতায় চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। এছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষদের উপস্থিতি গল্পকে আরও বাস্তব করে তুলেছে।
সমগ্র ট্রেলার জুড়ে স্পষ্টভাবে উঠে এসেছে গৃহকর্মীদের জীবনের বাস্তবতা। যার মধ্যে অন্যতম আকর্ষণ সায়নী ঘোষের চরিত্র। লক্ষ্মীকান্তপুর থেকে শহরে কাজে যাওয়া গৃহকর্মীদের প্রতিদিনের সংগ্রাম, ক্লান্তি এবং তাঁদের অদেখা জীবনের কথা খুব সহজ অথচ নিখুঁতভাবে তুলে ধরেছেন পরিচালক। লোকাল ট্রেনের কামরায় যে হাজারো অগোছালো গল্প রোজ জন্ম নেয় তা-ই যেন এই সিনেমার প্রাণ।
শুধু অভিনেতা-অভিনেত্রী থেকে গল্প নয়, সঙ্গীত, আবহ সহ সব মিলিয়ে যেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর ট্রেলারে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন সিনেপ্রেমীরা। ট্রেলারে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানের ঝলক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। ক্যামেরার কাজেও রয়েছে বাংলার নান্দনিক উপস্থাপনা। লোকাল স্টেশন, ট্রেনের ভিড়, শহরের ব্যস্ততা সবকিছুই এক সংবেদনশীলভাবে মোড়কে ধরা পড়েছে।
ট্রেলারে স্পষ্ট, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি শহরের সাধারণ মানুষের জীবনসংগ্রামের এক মানবিক প্রতিচ্ছবি। আবেগ, সম্পর্ক, বাস্তবতা আর সমাজের অদেখা দিক-সব মিলিয়ে এই ছবি নিয়ে প্রত্যাশা টলিউডে বেশ তুঙ্গে।
