শিয়ালদহে নয়। বড়পর্দায় আসছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। সাধারণ মানুষের গল্প বলবে এই ছবি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার সহ ইমন চক্রবর্তীর গাওয়া 'সোনা বন্ধু রে' গানটি। বুধবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত হল এই ছবির মিউজিক লঞ্চ ইভেন্ট। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। 

কোনও প্রেক্ষাগৃহ বা বদ্ধ জায়গায় নয়, বরং ভরা 'হাটে' মুক্তি পেল' লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির দুটো গান, 'তুই যে আপন', 'দিল্লি কা তুফান'। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন খোদ ছবির পরিচালক। কোথায়? লেক মার্কেটের মাঝে। এর আগেও ছবির প্রচারে গঙ্গাবক্ষে, লক্ষ্মীকান্তপুর লোকাল, স্টেশনে পৌঁছে গিয়েছিলেন ছবির কলাকুশলীরা। কিন্তু এমন জনবহুল জায়গায় কেন বেছে নেওয়া হচ্ছে ছবির প্রচারের জন্য? পরিচালক রামকমল মুখোপাধ্যায় আজকাল ডট ইন-কে  জানান, "এরম একটা ব্যস্ত জায়গা, মাঝ শহরে, বা বলা ভাল হাটের মাঝে যে আমরা এটা করতে পারছি ভাল লাগছে। আমরা বারবার বলছি লক্ষ্মীকান্তপুর লোকাল এ উঠে আসবে কলকাতার কথা, সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষরা রোজ যেখানে যেখানে যান, বাস, ট্রাম, ট্রেন, গঙ্গাবক্ষে... আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করছি। বলতে পারেন এটাই আমাদের থিম। মানুষের সহযোগিতা পাচ্ছি, সেটার জন্য ধন্যবাদ।" 

এদিন মুক্তি পায় তাঁর লেখা এবং সোনু নিগমের গাওয়া গান 'তুই যে আপন'। এই গান প্রসঙ্গে তিনি এদিন আরও জানান, "অনেকদিন পর সোনু নিগম বাংলা, রোম্যান্টিক গান গাইলেন। সোনুর সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক, প্রায় তিরিশ বছরের সম্পর্ক। ও যখন বিয়ে করবে ভাবছে, সেই সময় থেকে আমি ওকে চিনি। ও যেহেতু বাংলার জামাই, আমার তাই মনে হয়েছিল যে ও হয়তো বাংলা গান ভালবাসবে। ওকে যখন খসরা পাঠালাম, ও শোনার সঙ্গে সঙ্গে ও একটাই কথা বলল, কখন গাইতে হবে? দুবাইতে ছিল ও, ফিরে এসে গানটা রেকর্ড করে। গানটাকে টার্গেট করাই হয়েছে নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে।" কথা প্রসঙ্গে তিনি এও জানান এই ছবির মূল ভাবনা শুরু হয়েছিল নতুন প্রজন্মের জুটি আত্মদীপ এবং তিয়াসাকে নিয়ে। অর্থাৎ জন ভট্টাচার্য এবং রাজনন্দিনী পাল অভিনীত চরিত্র দুটি। পরে গল্প বাড়ান তিনি।

'তুই যে আপন' গানটি চিত্রায়ন করা হয়েছে জন এবং রাজনন্দিনীর উপর। অভিনেতা তাঁর এই গান প্রসঙ্গে বলেন, "আমাদের ছবির একটা গুরুত্বপূর্ণ গানের লঞ্চ। আশা করি সবার খুব ভাল লাগবে। আমার খুব কাছের একটা গান।" এদিনই কথা প্রসঙ্গে জানা যায়, রাজনন্দিনী এবং জন একই স্কুলের ছাত্র ছিলেন। আর এক স্কুলের ছাত্র ছাত্রী এক মঞ্চে হাজির হলে স্কুলের গল্প হবে না তাই কখনও হয়? অভিনেত্রীকে তাই এদিন তাঁর পর্দার বেটার হাফের প্রসঙ্গে বলতে শোনা যায়, "আমি আর জন একসঙ্গে স্কুলে পড়েছি। তখন আমাদের আলাপ ছিল না। রামদাকে ধন্যবাদ, স্কুলে আমাদের দেখা না হলেও, এখানে আমাদের রিইউনিয়ন হয়ে গেল। জন স্কুলে ভীষণ হার্টথ্রব ছিল। আমাদের কোন শো বা অনুষ্ঠান থাকলে ওর নাচ, ইত্যাদি থাকত।" 

বিগত বেশ কিছুদিন ধরেই 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির প্রচার চলছে। তবে এদিন প্রথম প্রচারে এলেন রাজনন্দিনী। এতদিন প্রচারে অংশ না নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, "আমার অন্যান্য কাজের জন্য প্রচারে আসতে পারিনি। কিন্তু, আমি ভীষণভাবে জড়িয়ে আছি ছবিটার সঙ্গে। রামদাকে খুব ভালবাসি। সঙ্গীতা দি, আমায় এত সুন্দর একটা ছবি দিয়েছেন। উনি প্রযোজক হিসেবে ভীষণ ভাল। ঠান্ডা মাথার মানুষ। বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটাই বড় পাওনা।"  

গান দুটো মুক্তি পাওয়ার গানটি লাইভ গেয়ে শোনান ৪ শিল্পী। 'ইন্ডিয়ান আইডল ১৫'-এর খেতাব জয়ী মানসী ঘোষ দিল্লি কার তুফান গানের অন্যতম গায়িকা। তাঁদের গানের তালে এদিন মঞ্চে নাচের ঝড় তোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে সঙ্গ দেন রাজনন্দিনী পাল, সঙ্গীতা সিনহা, রামকমল মুখোপাধ্যায় এবং জন ভট্টাচার্য। এদিনের এই অনুষ্ঠানে এসে ঋতুপর্ণা বলেন, "আমার ছোটবেলা এখানে কেটেছে, ফলে খুব নস্টালজিক লাগছে। দারুণ আনন্দ হচ্ছে। এই ছবিতে যেমন বিভিন্ন ধরনের মানুষের গল্প দেখানো হবে, তেমনই বিভিন্ন ধরনের গান শোনা যাবে।"

এসেছিলেন মদন মিত্রও। তিনি মঞ্চে উঠেই তাঁর পরিচিত সংলাপ 'ওহ লাভলি' বলে ওঠেন। প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, রাজনন্দিনী পাল, জন ভট্টাচার্য, প্রমুখকে। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে অ্যাঞ্জেল ক্রিয়েশন্স।