সংবাদ সংস্থা মুম্বই: আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’–এর প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী, অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। কিন্তু ছবির থেকেও বেশি আলোড়ন ফেলেছে একটি মুহূর্ত—যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মাঝে এক কিশোর ভক্ত সেলফি তুলতে গেলে, রিতেশ রীতিমতো তার হাত সরিয়ে দেন এবং কোনও রকম নজর না দিয়েই হাঁটতে থাকেন।

ভিডিওতে দেখা যায়, ঋতেশ জেনেলিয়ার হাত ধরে তাঁকে নিয়ে যাচ্ছেন স্ক্রিনিং ভেন্যুর দিকে। সেই সময়, ভিড়ের মধ্যে এক কিশোর সেলফি তোলার জন্য ফোন বাড়াতেই ঋতেশ তাঁর হাত নামিয়ে দেন। ছেলেটি হতাশ মুখে একপাশে সরে দাঁড়ায়। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
একজন নেটিজেন লেখেন, “প্রথমবার ঋতেশের আচরণ ভালো লাগল না। খুব অহংকার দেখালেন।” আরও একজন লেখেন, “এটা কি সত্যিই আপনি? এতদিন দেখে ভেবেছিলাম আপনি মাটির মানুষ। এখন দেখে হতাশ।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sanjay Tiwari (@bollywoodhelpline)
রিতেশ দেশমুখ সম্প্রতি ‘হাউজফুল ৫’–এ দেখা গিয়েছেন অক্ষয় কুমার ও অভিষেক বচ্চনের সঙ্গে। অন্যদিকে, স্ত্রী জেনেলিয়া ডি'সুজা ফিরেছেন বড়পর্দায় ‘সিতারে জমিন পার’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আমির খান।
রিতেশ নিজের স্ত্রীর অভিনয় এবং ছবির প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি ছবিটিকে ‘বছরের সেরা ছবি’ বলে দাবি করেন, এবং জানান এই ছবি আপনাকে ‘ভাল মানুষ’ করে তুলবে। স্ত্রীর অভিনয়কে ‘পুরো ম্যাজিক’ বলে উল্লেখ করেন। তবে তাঁর মতে, আসল ‘তারকা’ হলেন ছবির শিশুশিল্পীরা।