সংবাদ সংস্থা মুম্বই: আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’–এর প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী, অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। কিন্তু ছবির থেকেও বেশি আলোড়ন ফেলেছে একটি মুহূর্ত—যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মাঝে এক কিশোর ভক্ত সেলফি তুলতে গেলে, রিতেশ রীতিমতো তার হাত সরিয়ে দেন এবং কোনও রকম নজর না দিয়েই হাঁটতে থাকেন।

 

 

ভিডিওতে দেখা যায়, ঋতেশ জেনেলিয়ার হাত ধরে তাঁকে নিয়ে যাচ্ছেন স্ক্রিনিং ভেন্যুর দিকে। সেই সময়, ভিড়ের মধ্যে এক কিশোর সেলফি তোলার জন্য ফোন বাড়াতেই ঋতেশ তাঁর হাত নামিয়ে দেন। ছেলেটি হতাশ মুখে একপাশে সরে দাঁড়ায়। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

একজন নেটিজেন লেখেন, “প্রথমবার ঋতেশের আচরণ ভালো লাগল না। খুব অহংকার দেখালেন।” আরও একজন লেখেন, “এটা কি সত্যিই আপনি? এতদিন দেখে ভেবেছিলাম আপনি মাটির মানুষ। এখন দেখে হতাশ।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sanjay Tiwari (@bollywoodhelpline)